31ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:04 pm
আন্তর্জাতিক ডেস্ক: সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি মুর্মু শোনালেন তাঁর সরকার দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাইছে। সেই লক্ষ্যে পৌঁছতে সরকার নিয়েছে একাধিক পদক্ষেপ। সেই বিবৃতির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিল একটি রিপোর্ট, যে রিপোর্টে বলা হয়েছে, দুর্নীতিমুক্ত দেশের তালিকায় ভারতের স্থান ছিল ৮৫তে। সেখানেই রয়ে গিয়েছে। অর্থাৎ, দেশ পুরোপুরি এখনও দুর্নীতিমুক্ত হয়নি। খবর ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনালের।
ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিশ্বের কোন দেশের দুর্নীতির চেহারাটা কেমন, তার একটা সমীক্ষা করা হয়েছিল। মোট ১৮০টি দেশকে নিয়ে সমীক্ষা করা হয়। সেই সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে, ভারতের স্থান ৮৫তে। শেষবারের সমীক্ষাতে ভারত ৮৫-তেই ছিল। এই ক্ষেত্রে ভারতের প্রাপ্ত নম্বর ৪০।
সংস্থা জানিয়েছে, কোন দেশে দুর্নীতি কেমন, তার মান নির্ধারিত করা হয় ০ থেকে ১০০। যে দেশ দুর্নীতির গলাবুক জলে ডুবে তাদের প্রাপ্ত নম্বর ০। যে দেশ পুরোপুরি দুর্নীতিমুক্ত তাদের প্রাপ্ত নম্বর ১০০। এর আগের সমীক্ষায় প্রকাশিত দুর্নীতিগ্রস্ত দেশের একটি তালিকার সঙ্গে সর্বশেষ দুর্নীতিগ্রস্ত তালিকা পাশাপাশি রাখলে দেখা যাবে কয়েকটি দেশ দুর্নীতির সঙ্গে লডা়ই করে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সফল হয়েছে। কিন্তু ভারতের স্থান আগের তালিকাতেও ৮৫ তে ছিল। সেখানেই রয়েছে।
তাদের এই রিপোর্টে মোদি সরকারের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। আর এই রিপোর্ট এল এমন সময়ে যখন বিবিসির তথ্যচিত্র নিয়ে জেরবার কেন্দ্র।
আরও পড়ুন বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বাদশে বাংলাদেশ