এই মুহূর্তে




নয়দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ১২ বছরের দত্তক পুত্রকে হারালেন এক নিঃসন্তান দম্পতি




নিজস্ব প্রতিনিধি: মৌনি অমাবস্যায় মহাকুম্ভে বিশাল পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। লাগামছাড়া ভিড়ে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন শতাধিক মানুষ। মহাকুম্ভের শুরু থেকেই নিরাপত্তা নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ সরকারের উপর। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শেষ ‘শাহি স্নান’ মহাকুম্ভ মেলার। তাই মহাকুম্ভে যাওয়ার জন্যে ভক্তের ভিড় উপচে পড়েছে দেশের সমস্ত রেলওয়ে স্টেশনগুলিতে। শেষ মুহূর্তে মহাকুম্ভ দর্শন করতে রিজার্ভশন করেও মিলছে না ট্রেনের সিট। আজ সকালে এমনই ভয়াবহ দৃশ্যপট ফুটে উঠল রাজধানী দিল্লির স্টেশনে। যাত্রীদের ভিড় এবং প্রচণ্ড ধাক্কাধাক্কির জেরে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছে ৯ জন মহিলা, ৫ শিশু ও ৪ জন পুরুষ। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন কুম্ভের পুন্যার্থী এবং বিহারের বাসিন্দা। এদিন দিল্লির পদপিষ্টের ঘটনায় একজন ১২ বছর বয়সী বালকেরও মৃত্যু হয়েছে। ছেলেটি বিহারের বৈশালির জেলার পাটেপুরের বাসিন্দা।

গতকাল রাতে নিহত বালক নীরজ তাঁর কাকা-কাকিমার সঙ্গে দিল্লি থেকে বাড়ি ফেরার জন্যে নিউদিল্লি স্টেশনে পৌঁছেছিল। সেখানেই ভিড়ের মধ্যে শ্বাসরোধ এবং পদপিষ্ট হয়ে মারা যায় নীরজ। জানা যায়, নীরজের বাবা-মায়ের তিন সন্তান, সেই কারণে নীরজকে দত্তক নিয়েছিলেন তাঁর নিঃসন্তান কাকা কাকিমা। তাঁরা নীরজকে দিল্লিতে নিয়ে এসে ছিলেন। তাঁরা নীরজকে দিল্লির একটি স্কুলে ভর্তি করেছিলেন। সে পড়াশোনায় খুব ভাল ছিল। আর নীরজকে দত্তক নেওয়ার ৩ মাস পরেই নীরজকে হারালেন তাঁর কাকা-কাকিমা। নিয়তির ভাগ্যে কেন অন্য কিছু লেখা ছিল, ৩ মাস পরে বাড়ি ফিরতে গিয়েই মর্মান্তিকভাবে মারা গেল ১২ বছরের নীরজ। তাঁকে হারিয়ে স্বাভাবিকভাবেই নীরজের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিঃসন্তান কাকা-কাকিমাও দত্তক পুত্রকে হারালেন।

আরও পড়ুনঃ  ‘দিল্লির পদপিষ্টের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক’, শোকাহত মমতা

তবে দিল্লিতে পদপিষ্টের ঘটনায় নীরজের কাকা-কাকিমাও আহত হয়েছেন। আর দুর্ঘটনার জন্যে নীরজের বাভা সঞ্জিত পাশওয়ান রেল প্রশাসনকে দোষারোপ করেছেন। এবং দাবি করেছেন, রেল বিভাগের অব্যবস্থাপনার জন্যেই এমন দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য, পদপিষ্টের ঘটনায় রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভে যাওয়া তীর্থযাত্রীদের মারাত্মক ভিড় ছিল। কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। মহাকুম্ভগামী ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আর তাতেই ঘটে এই দুর্ঘটনা।’ রেলসূত্রে খবর, নয়াদিল্লি স্টেশনের ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। স্বাধীন সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে ছিল। সেইজন্য  ১২, ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী ভিড় ছিল উপচে পড়া আর তাতেই ঘটে এই দুর্ঘটনা ঘটেছে।’ 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অবশেষে বিচারপতি বর্মার বাড়ি থেকে উদ্ধারকৃত পোড়া টাকার ভিডিও প্রকাশ্যে আনল সুপ্রিমকোর্ট

মাওবাদীদের পুঁতে রাখা আইডি বিস্ফোরণে মৃত্যু সিআরপিএফ জওয়ানের, আহত ১  

ভোটের আগে জোর ধাক্কা, নীতীশের ইফতার বয়কট মুসলিম সংগঠনগুলোর

সিবিআইয়ের ক্লিনচিটের পর রিয়া চক্রবর্তীর কাছে ক্ষমা চাওয়ার দাবি নেটিজেনদের

মর্মান্তিক দুর্ঘটনা, বিয়ে থেকে ফেরার পথে চাকা ফেটে উল্টে গেল বরের গাড়ি, নিহত ৪

প্রেমিকের সঙ্গে মিলে শ্বশুরকে খুন, একমাস বাদে পুলিশের কাছে আত্মসমর্পণ পুত্রবধূর

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর