নিজস্ব প্রতিনিধি: আগামী উৎসবের কথা মাথায় রেখে প্রায় ৫৩ লক্ষ পরিবারের বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্ত নিল পঞ্জাব রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই সাধারণ মানুষের হাজারো সুবিধা-অসুবিধার বিষয়গুলি নিজে খতিয়ে দেখছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণ জিৎ সিং চান্নি। তাই আগামী উৎসবে রাজ্যবাসীকে উপহার দিলেন বিদ্যুৎ বিল মুকুব করে। মঙ্গলবারে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নিজেই।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর চান্নি জানান, ‘বিগত কয়েকদিনে প্রায় ৫৫,০০০-১,০০,০০০ পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই বিদ্যুতের বাকি থাকা বিলের টাকা পারেনি বলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। কিন্তু আমরা মন্ত্রিসভায় এই বিষয়টি নিয়ে আলোচনা করে ওই সমস্ত পরিবারের বাকি থাকা বিদ্যুৎ বিল মুকুব করার সিদ্ধান্ত নিয়েছি।আগের মাস পর্যন্ত যাদের বিদ্যুতের বিল বাকি রয়েছে এবং সেই কারণে তাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাঁদের বিলগুলি মুকুব করল রাজ্য সরকার। তবে এই মাস থেকে ভোক্তাদের বিল পরিশোধ করতে হবে সঠিক সময়ের মধ্যে।’
এই প্রসঙ্গে তিনি আরও জানান, ‘এত মানুষের বিদ্যুৎ বিল মুকুব করতে রাজ্য কোষাগার থেকে প্রায় ১২০০ কোটি টাকা খরচ হবে। ভবিষ্যতে এটি বাড়ানোও হতে পারে। রাজ্যের দরিদ্র মানুষের স্বার্থে রাজ্য সরকার এই বিলের বোঝা বহন করার সিদ্ধান্ত নিয়েছে।’
পাশাপাশি এদিনও বালি মাফিয়াদের বিরুদ্ধে গলা চড়াতে দেখা গিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা খুব শীঘ্রই বালি মাফিয়াদের সমস্ত রাস্তা বন্ধ করব। এতদিন বালি মাফিয়ারা যে সুযোগ সুবিধা পেয়েছে তা কিভাবে বন্ধ করা যায় তার রাস্তা খুঁজে বের করার জন্য আমরা দিনরাত কাজ করছি।’
উল্লেখ্য, পাঞ্জাবের আগে রাজধানী দিল্লিতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে আম আদমি সরকার। এই প্রসঙ্গে আপ সুপ্রিমো তথা রাজধানীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল যদি পুনরায় নির্বাচিত হয় তাহলে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।