এই মুহূর্তে




মমতার GST প্রত্যাহারের দাবিকে সমর্থন সোনিয়ার, সংসদে INDIA’র বিক্ষোভ

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্বাস্থ্য ও জীবন বিমার(Health and Life Insurance) প্রিমিয়ামের ওপর ১৮ শতাংশ GST লাগুর(18 Percent GST on Insurance Premium) সিদ্ধান্তে। সেই GST তিনি প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে(Nirmala Sitaraman) চিঠিও দিয়েছেন। পাশাপাশি ট্যুইট করে এটাও জানিয়ে দিয়েছেন, কেন্দ্র সরকার এই GST প্রত্যাহার না করলে তিনি রাজপথে নেমে আন্দোলন করবেন। মমতার এই অবস্থানকে এবার স্বাগত জানালেন কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধি(Sonia Gandhi)। এদিন অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে সংসদ ভবনে স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামের ওপর ১৮ শতাংশ GST প্রত্যাহারের দাবিতে তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হবে। সোনিয়া সেই বিক্ষোভ ও ইস্যুটিকে সমর্থন জানিয়ে INDIA শিবিরকে বার্তা দিয়েছেন, এই ইস্যুতে এবং বিক্ষোভ প্রদর্শনের সময় তৃণমূলের পাশে থাকতে। সেই মতন ঠিক হয়েছে এদিন সংসদের মকর গেটে স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামের ওপর ১৮ শতাংশ GST প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাবেন INDIA শিবিরের সাংসদরা।

আরও পড়ুন পুজোর আগেই টাকা ফেরত পাবেন Rose Valley’র আমানতকারীরা

বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীররঞ্জন চৌধুরীর বিদায় একরকম পাকা হয়ে যেতেই একের পর এক ইস্যুতে পাশাপাশি চলে আসছে কংগ্রেস ও তৃণমূল। এবার দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে সমর্থন দিচ্ছেন সোনিয়া গান্ধি। ইস্যু: স্বাস্থ্য ও জীবন বিমার ওপর ১৮ শতাংশ GST। এদিন সংসদের প্রধান ফটক বা মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখাবে INDIA জোট। তাঁরা দাবি জানাবেন, অবিলম্বে স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামের ওপর থেকে GST প্রত্যাহার করতে হবে। তা না হলে আরও বড় আন্দোলন হবে। এর শেষ দেখে ছাড়ব বলেই সোমবার জানিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। সোমবার রাজ্যসভায় এই ইস্যুতে সোচ্চারও হন তিনি। সভায় সঅই সময় ছিলেন সোনিয়া গান্ধি। তারপর বিরোধীরা Walkout করে। আবার লোকসভায় মালা রায় সরকারের কাছে লিখিতভাবে জানতে চান স্বাস্থ্য বিমার ওপর কত GST আদায় হয়েছে? জবাবে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, গত ৩ বছরে মোট ২৪ হাজার ৫২৯ কোটি ১৪ লক্ষ টাকা স্বাস্থ্য বিমার ওপর GST আদায় হয়েছে।

আরও পড়ুন ‘সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি’, বাংলাদেশকাণ্ডে মমতার বার্তা রাজ্যবাসীকে

এই অবস্থায় GST বিক্ষোভকে জোরদার করতে INDIA’র সব দলের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এদিন এই ইস্যুতে ধর্না ও বিক্ষোভ দেখানো হবে। দলের অফিসে প্রসূণ বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, দেব, শর্মিলা সরকার, কীর্তি আজাদদের ডেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, মঙ্গলবার বিক্ষোভে হাজির থাকতে হবে। এর মধ্যে ডেরেক জানিয়েছেন, ‘শুনছি চলতি মাসের শেষে INDIA Council-র বৈঠক রয়েছে। তার আগেই স্বাস্থ্য এবং জীবন বিমার ওপর থেকে GST প্রত্যাহার করতে হবে।’ যদিও কেন্দ্র সরকার এখনও পর্যন্ত এই ইস্যুতে বিরোধিদের দাবি মেনে নেওয়ার কোনও ইঙ্গিত দেয়নি। তবে এই ইস্যুতে বিজেপির অন্দরেও অস্বস্তি বাড়ছে। গেরুয়া শিবিরের একাংশ রীতিমত ক্ষুব্ধ স্বাস্থ্য এবং জীবন বিমার প্রিমিয়ামের ওপর চড়া হারে GST বসানোর জন্য। ক্ষুব্ধ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘও।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাস্তায় পরিত্যাক্ত স্যুটকেসে মিলল মহিলার টুকরো করা দেহ

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বড় গর্ত, রক্ষণাবেক্ষণের অভাবের দায়ে বরখাস্ত ১ কর্মকর্তা

কাজের অত্যাধিক চাপে মার্কিন সংস্থায় কর্মরত তরুণীর মৃত্যু, তদন্ত শুরু কেন্দ্রের

MBBS-এ ভর্তির জন্য জালিয়াতি, ‘ধর্ম পরিবর্তন’ করে বিপাকে ১৭ শিক্ষার্থী, ৯ পলাতক

পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারত সরকারকে তলব করল মার্কিন আদালত

সব জায়গায় নয় ‘জয় শ্রীরাম’ শ্লোগান, কড়া বার্তা ভাগবতের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর