এই মুহূর্তে

অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন কুম্ভতে রাখছেন কল্পবাস, নাম বদলে হচ্ছেন কমলা

নিজস্ব প্রতিনিধিঃ মহাকুম্ভে কল্পবাস রাখতে চলেছেন অ্যাপেল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস। শুধু তাই নয়, কল্পবাস ব্রত পালনের জন্যে লরেন নাম বদলে হবেন কমলা, মহাকুম্ভে নিখুঁত উদাহরণ হতে চলেছে বিশ্বের অন্যতম ধনী মহিলা লরেন পাওয়েল জবসের কল্পবাস ব্রত পালনের বিষয়টি। ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি পর্যন্ত। ১২ বছর অন্তর অন্তর এই মেলার আয়োজন করা হয়, হিন্দুধর্মের মহাসমাগম কুম্ভ। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে বিশাল এলাকা নিয়ে এই মেলা আয়োজন করা হয়। কথিত আছে, কুম্ভে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। এছাড়াও এই মেলার আরেকটি আকর্ষণ হল বিভিন্ন মুনি-ঋষিদের সঙ্গে সাক্ষাৎ। যাঁদের বছরের কখনই দেখা যায়না।হাড়, জঙ্গলে ধ্যান করেই দিন কাটিয়ে দিচ্ছেন। জটাধারী নাগা চৈতন্যেরও দেখা পাওয়া যায় এই মেলায়।

পাবিশ্বাস ও সংস্কৃতির সঙ্গমস্থল হল মহাকুম্ভ। ইতিমধ্যেই খবরে এসেছে, বলিউডের একাধিক সেলিব্রিটি মহাকুম্ভে স্নান করবেন। তবে সবথেকে চমকপ্রদ খবরটি হল, বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের বিধবা স্ত্রী তথা বিশ্বের অন্যতম ধনী মহিলা লরেন পাওয়েল জবস প্রয়াগরাজের মহাকুম্ভে যোগ দিচ্ছেন। শুধু তাই নয়, বিলিয়নিয়ার ব্যবসায়ী লরেন মহাকুম্ভে কল্পবাস করবেন। আর সাধুদের সান্নিধ্যে সাধারণ জীবনযাপন করবেন। মহাকুম্ভে কল্পবাসের পাশাপাশি তিনি নিজেকে হিন্দু নামে পরিচিত করাবেন। প্রসঙ্গত, লরেনের প্রয়াত স্বামী স্টিভ জবসের মতো, লরেনেরও হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে বিশেষ সংযোগ রয়েছে। প্রায়শই তিনি বিভিন্ন জাতীয় ধর্মীয় সমাবেশে যোগ দেন। 

আজ আধ্যাত্মিক গুরু স্বামী কৈলাশানন্দ মহারাজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস প্রয়াগরাজ মহাকুম্ভে যোগ দেবেন। তিনি এখানে তাঁর গুরুর সঙ্গে দেখা করতে আসছেন। আমরা আমাদের গোত্র অনুযায়ী, তাঁর নাম ‘কমলা’ রেখেছি এবং তিনি আমাদের মেয়ের মতো। এই নিয়ে দ্বিতীয়বার তিনি ভারতে আসছেন। মহাকুম্ভে তাঁকে স্বাগত জানাই।’ মহাকুম্ভে লরেন পাওয়েলের আবাসনের ব্যবস্থা করা হয়েছে মহারাজা ডিলাক্স কটেজে। জানা গিয়েছে, তিনি নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দের শিবিরে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত থাকবেন। উল্লেখ্য, ২০২০ সালের জুলাই পর্যন্ত, লরেন পাওয়েল এবং তাঁর পরিবার ফোর্বসের বিশ্বধনী তালিকায় ৫৯ তম স্থানে ছিলেন। এছাড়াও টাইমস ম্যাগাজিন লরেনকে কয়েকবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। স্টিভ জবসও সনাতন ঐতিহ্যে বিশ্বাস করতেন। তিনি ভারতীয় সাধুদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ১৯৭৪ সালে, স্টিভ জবস বাবা নিম করোলির দরবারে এসেছিলেন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ক্রেজি হুয়া রে’, মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রায় লন্ডন মেট্রোয় সওয়ারি স্বল্পবসনা তরুণীর দল

এ কিসের ইঙ্গিত, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল কিমের দেশ

‘চার সন্তানের জন্ম দিলেই মিলবে লক্ষ টাকা’, মধ্যপ্রদেশের ব্রাহ্মণ কল্যাণ বোর্ডের প্রধানের ঘোষণায় বিতর্ক

৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

MahaKumbh: প্রয়াগরাজে জনসুনামি, প্রথম দিনেই সঙ্গমে স্নান দেড় কোটির বেশি পূণ্যার্থীর

নাবালিকা ভাইঝিকে একাধিকবার ধর্ষণের দায়ে ‘পাশবিক’ কাকার ২০ বছরের জেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর