এই মুহূর্তে

ত্রিপুরায় তৃণমূল নেতাদের বাসস্থান কেড়ে নিতে হোটেল মালিকদের ‘হুমকি’ বিজেপির

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় যত শক্তি বাড়ছে ততই বাধা দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আগামী ২৫ নভেম্বর ত্রিপুরাতে পুরভোট, তার আগেই বারবার হামলা কিংবা আক্রমণ শানানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর। যদিও সুপ্রিম কোর্টের রায়ের পর এবার ভিন্ন কায়দায় ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের উপর হামলা চালাচ্ছে বিজেপি। উত্তর-পূর্বের এই রাজ্যের পুরভোট পরিচালনার জন্য ন’জন উপসেনাপতি পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বঙ্গ থেকে যাওয়া তৃণমূল নেতাদের আশ্রয় স্থল কেড়ে নিতে উঠেপড়ে লেগেছে ত্রিপুরার বিজেপির নেতারা। জানা গিয়েছে, ত্রিপুরার বিভিন্ন হোটেলে তৃণমূল নেতাদের আশ্রয় দেওয়া যাবে না এই ফতোয়া জারি করেছেন বিজেপি নেতারা।

সেই ঘটনার প্রতিবাদে ধর্নায় বসতেও দেখা গিয়েছে, তৃণমূল নেতাদের। গত শনিবার রাতে ত্রিপুরার তেলিয়ামুড়া এলাকায় আচমকাই একটি হোটেলের মালিককে হুমকি দিয়ে আসে, বিজেপি আশ্রিত গুণ্ডারা। জানা গিয়েছে, সেখানকার এক হোটেলে রয়েছেন বাংলার তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ, বিধায়ক খোকন দাস-সহ একাধিক তৃণমূল নেতা। তাঁদের হটেলে জায়গা দেওয়া যাবে না বলেই হুমকি দেন বিজেপি আশ্রিত গুণ্ডারা। এর আগে শুক্রবারও একইভাবে হুমকি দেওয়া হয় হোটেল মালিকদের, অভিযোগ তৃণমূলের। তাই বাধ্য হয়েই তৃণমূলের নেতাদের হোটেল ছাড়তে হচ্ছে। আপাতত কোনও হোটেল তাঁদের রাখতে রাজি হচ্ছে না বলে খবর।

এই বিষয়ে ত্রিপুরা তৃণমূলের নেতা ও স্টিয়ারিং কমিটির সদস্য আশিসলাল সিং জানিয়েছেন, ‘দলের তরফে পুলিশ সুপার, এসডিপিও-সহ একাধিক প্রশাসনিক কর্তাকে এই ঘটনার কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কথাও তাঁদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ নিচ্ছে না পুলিশ।’ এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘বাংলার ভোটের সময় তো প্রতিদিন বিজেপির কেন্দ্রীয় নেতারা নিত্য আসা যাওয়া করতেন। বাংলার একাধিক হোটেলে থাকতেন তাঁরা। সেইসময় তৃণমূল কিন্তু এমন কাজ করেনি। আসলে ত্রিপুরা বিজেপি ভয় পাচ্ছে। তাই এমন আচরণ করছে।’ এর আগে আইপ্যাক কর্মীদের হোটেলে গিয়ে আটক করে ত্রিপুরা পুলিশ। পুরভোটে লড়াই করা একাধিক তৃণমূল নেতাদের উপর হামলা কিংবা বাড়ি ঘর ভাঙা হয়েছে। গত ২৩ অক্টোবর রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের কনভয়েও হামলা হয়। তাই ত্রিপুরাতে তৃণমূলের শক্তিবৃদ্ধি করতেই দাঁত-নখ বের করে হামলা চালাচ্ছে বিজেপি, এই অভিযোগই বারবার করেছে ঘাসফুল শিবির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট বেলাতে জোর টক্কর! রাজনীতিতে ডেবিউ করতে চলেছেন ‘কাপুর সিস্টার্স’

শঙ্খ ছেড়ে পদ্ম হাতে নবীনের সাংসদ  

ইনি তামিলনাড়ুর সবচেয়ে ধনী প্রার্থী, সম্পত্তি কত জানেন?

২০ বছর পর ভোট রাজনীতিতে ফের এন্ট্রি ‘হিরো নং 1’ গোবিন্দার

৫০ বছর বয়সে বাবা হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান

১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে কেজরিওয়াল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর