এই মুহূর্তে




চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারতীয় দলের যাওয়ার পক্ষে সওয়াল তেজস্বীর




নিজস্ব প্রতিনিধি, পটনা: জেদ ছেড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যাওয়া উচিত বলে মনে করেন আরজেডি নেতা তথা বিহার বিধানসভার দলনেতা তেজস্বী যাদব। তাঁর কথায়, ‘খেলাধুলোর সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি বিরিয়ানি খেতে পাকিস্তানে যেতে পারেন, তাহলে খেলার জন্য ভারতীয় দলের পাক মুলুকে যাওয়ার ক্ষেত্রে আপত্তি কিসের?’ তেজস্বীর এমন মন্তব্য নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। বিজেপি নেতারা পাল্টা বলেছেন, সংখ্যালঘু ও পাকিস্তান প্রেম তেজস্বী যাদবদের রন্ধ্রে-রন্ধ্রে। তাই পাকিস্তানে ভারতীয় দলের খেলতে যাওয়া নিয়ে উনি আপত্তির কিছু দেখেন না।’

আগামী বছর ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কিন্তু। কিন্তু ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্নায়ুযুদ্ধে প্রতিযোগিতা  নিয়ে অনিশ্চয়তার মেঘ জমেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ভাবেই পাক মুলুকের মাটিতে খেলতে যাবেন না সূর্যকুমার যাদবরা। বরং এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে আয়োজিত হোক প্রতিযোগিতা। তাতে বেঁকে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাল্টা হুঙ্কার দিয়ে পিসিবির কর্তারা বলেছেন, পাকিস্তানের মাটি থেকে প্রতিযোগিতা সরানোর চেষ্টা হলে ফল ভাল হবে না, চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের পথে হাঁটা হবে। দুই পড়শি দেশের রণংদেহী মনোভাবে চরম সমস্যায় পড়েছেন আইসিসি কর্তারা। কী ভাবে জট কাটানো যায় সেই চেষ্টা করেছেন।

বিসিসিআই ও পিসিবি কর্তারা যখন চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিজেদের সম্মানের লড়াই হিসাবে ধরে কাজিয়ায় জড়িয়েছেন, তখন দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই খেলার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর অনুরোধ জানিয়ে ভারতের পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার পক্ষে সওয়াল করেছেন। সেই তালিকায় সর্বশেষ সংযোজন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারের বিধানসভার দলনেতা এক সময়ে পেশাদার ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। আর একজন প্রাক্তন ক্রিকেটার হিসাবে লালু-পুত্র তেজস্বী মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তানের মাটিতে খেলা উচিত। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘খেলাধুলায় রাজনীতি মেশানো ঠিক নয়। আমাদের যাওয়া উচিত। পাশাপাশি অন্যান্য দলেরও ভারতে আসা উচিত…। সবাই কী অলিম্পিকে অংশগ্রহণ করে না? কেন ভারত সেখানে (পাকিস্তান) যাবে না? আপত্তি কিসের? প্রধানমন্ত্রী যদি সেখানে বিরিয়ানি খেতে যেতে পারেন, তাহলে ভারতীয় ক্রিকেট দল গেলে ভালই হবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি-ঢাকা সঙ্ঘাত চরমে, ভারতের রাষ্ট্রদূতকে তলব ইউনূস সরকারের

থানায় জমা পড়ল স্কুলের বাচ্চার পেন্সিল শার্পনার চুরির অভিযোগ, তদন্তে পুলিশ!

ফুটবলারদের ভোটে বছরের সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও রোনাল্ডো

মঞ্চে ‘রামায়ণ’ চলাকালীন শুয়োরের পেট ছিঁড়ে মাংস ভোজন, গ্রেফতার অভিনেতা

প্রিয়জনদের সঙ্গে গ্যালারিতে বসে দলের হার দেখলেন রোনাল্ডো

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মী সাসপেন্ড

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর