এই মুহূর্তে




কারুর পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে গোপনে দেখা করলেন বিজয়, চাইলেন ক্ষমাও

নিজস্ব প্রতিনিধি: অভিনয় থেকে রাজনীতিতে পা রেখেই দুর্নাম কুড়িয়েছেন তামিল সুপারস্টার থালাপাথি বিজয়। কংগ্রেস বা বিজেপি কোনও দলের সঙ্গেও জোটবদ্ধ হচ্ছে না তার দল TVK। সম্পূর্ণ নিজের দমে আগামী বছর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে মাদুরাই আসন থেকে দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করবেন থালাপাথি বিজয়। এটাই ঘোষণা করেছে তার দল। ২০২৪ সালের শুরুতে নিজের রাজনৈতিক দল গঠন করেন থালাপাথি। এবং দলের নাম দেন তামিলাগা ভেট্ট্রি কাজাঘাম। ইতিমধ্যেই দলের হয়ে একাধিক সভা রেখেছেন অভিনেতা। এবং জানিয়েও দিয়েছেন যে, তিনি অভিনয় থেকে কয়েক বছর বিরতি নেবেন। স্বাভাবিকভাবেই অভিনেতাকে জন সাধারণের নেতারূপে দেখতে অপেক্ষা করছেন ভক্তরা। তাঁর সভাতেও ভক্ত সমর্থকদের ভিড় উপ্‌চে পড়ে। মাস দুয়েক আগে তামিলনাড়ুর কারুর জেলায় ছিল থালাপাথি বিজয়ের জনসভা।

সেদিন অভিনেতা র মঞ্চে আসার কথা ছিল দুপুরে। কিন্তু তিনি ৭ ঘন্টা বিলম্ব করে সন্ধ্যায় সেখানে পৌঁছন। ফলে অভিনেতা কে দেখার জন্যে সকাল থেকে রোদ মাথায় অপেক্ষা করছিলেন সকলে। কিন্তু অভিনেত্রী সভায় পৌঁছতেই তাঁকে দেখতে ভিড় উপ্‌চে পড়ে। ফলে পদপিষ্ট হয়ে প্রায় ৪০ জনের মতো মারা যান। এই মর্মান্তিক ঘটনায় অভিনেতা নিহতদের সকল পরিবারের উদ্দেশ্যে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষনা করেন। কিন্তু বিরোধীরা অভিনেতাকে গ্রেফতারের দাবি তোলেন। তাদের কথায়, অভিনেতার অবহেলার জন্যেই এই মর্মান্তিক পদপিষ্টের ঘটনাটি ঘটেছে। এবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সশরীরে হাজির হলেন বিজয়। সেখানে গিয়ে তিনি তাদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন। জানা গিয়েছে, শিশুদের ছবি দেখে বিজয় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি, তিনি দুর্ঘটনায় নিহতদের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন। তবে নিহতদের পরিবারের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। বিজয় নিহতের পরিবারের সঙ্গে দেখা করে তাদের আশ্বস্ত করেন যে, তিনি তাদের প্রতিটি প্রয়োজনের যত্ন নেবেন।

সূত্র অনুসারে, বিজয়ের দল, TVK ভুক্তভোগী দের পরিবারের সঙ্গে দেখা করার জন্যে অভিনেতার থাকার ব্যবস্থা করেছিলেন মহাবালিপুরমের একটি রিসোর্টে। দলটি এই সভার জন্য প্রায় ৫০টি কক্ষ বুক করেছিল। যাতে বিজয় ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে এবং তাদের সান্ত্বনা দিতে পারেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সহজেই মহাবালিপুরমে পৌঁছাতে পারে তার জন্য দলটি বিশেষ বাসের ব্যবস্থাও করেছিল। তবে মিডিয়া বা দলীয় কর্মীদের কাউকেই অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয়নি। এই বিষয়ে কারুরের এক ভুক্তভোগী পরিবারের সদস্য বলেছেন, “আমাদের অনুষ্ঠানস্থলে পৌঁছনোর জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে।” ২৭ সেপ্টেম্বর, টিভিকে প্রধানের সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন সাধারণ নাগরিক যারা বিজয়ের সমাবেশে যোগ দিতে এসেছিলেন। ঘটনার পর, প্রশাসন তদন্তের নির্দেশ দেয়। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য এফআইআরটি পুনরায় নথিভুক্ত করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে বিরাট সাফল্য NIA-র, শ্রীনগর থেকে গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী

কর্নাটকের চিড়িয়াখানায় ৪ দিনে ৩১ টি কৃষ্ণসার হরিণের মৃত্যু, কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন

‘দিল্লি বিস্ফোরণে জড়িতদের পাতাল থেকে খুঁজে এনে কঠোর শাস্তি দেব’, হুঙ্কার অমিতের

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ইউনূসের আবদার মানছে দিল্লি, ফেরত পাঠানো হচ্ছে না হাসিনাকে

সাহেবের জন্মদিনেই সম্পর্কে সিলমোহর ‘কথা’ সুস্মিতার, কীভাবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ