এই মুহূর্তে




পারিশ্রমিকের ২৫ লক্ষ মেলেনি, প্রকাশ্যে অভিনেতা-প্রযোজককে চটিপেটা অভিনেত্রীর

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুম্বইয়ের একটি সিনেমা হলে ‘সো লং ভ্যালি’র স্ক্রিনিংয় হচ্ছিল। সব ঠিকঠাকই চলছি, আচমকা কাটল ছন্দ। সৃষ্টি হল এক নাটকীয় দৃশ্যের। অভিনেত্রী রুচি গুজ্জর সিনেমার প্রযোজক ও অভিনেতা মান সিংকে জুতো দিয়ে মারেন। এর ফলে সিনেমা হলে বেজায় বিশৃঙ্খলা দেখা দেয়। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে এই ঘটনাটি রুচি এবং আর এক প্রযোজক করণ সিং চৌহানের মধ্যে চলমান আর্থিক বিরোধের কারণে ঘটেছে।

ভিডিওতে প্রযোজকদের সঙ্গে তর্ক করার সময় রুচিকে চিৎকার করতে শোনা গিয়েছে। প্রথমে চিৎকার চেঁচামেচি, তারপর মেজাজ হারিয়ে জুতো দিয়ে মারতে শুরু করেন প্রযোজক করণ সিং চৌহানকে। মনে করা হচ্ছে, শুধুমাত্র এই কীর্তি করার উদ্দেশ্যেই সিনেমা হলে এসেছিলেন। স্পেশাল স্ক্রিনিংয়ের সময়, প্রযোজকরা উপস্থিত ছিলেন। রুচি তখন একদল বিক্ষোভকারীর সাথে উপস্থিত হন। তারপর সকলকে নিয়ে দুই প্রযোজকের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভকারীদের হাতে ছিল প্রযোজকদের ছবি আঁকা প্ল্যাকার্ড। ছবির মুখে দেওয়া ছিল লাল ক্রস চিহ্ন। ভিডিওতে দেখা গিয়েছে এমন কিছু পোস্টারে যেখানে প্রযোজকদের গাধার পিঠে বসে থাকতে দেখানো হয়েছে।

রুচি জানিয়েছেন, চৌহান গত বছর তাঁর সঙ্গে যোগাযোগ করে দাবি করেছিলেন যে তিনি একটি হিন্দি ধারাবাহিক প্রযোজনা করছেন যা খুব তাড়াতাড়ি সোনি টিভিতে সম্প্রচারিত হবে। মিডিয়া রিপোর্টে অনুসারে রুচি বলেছেন করণ তাঁকে সহ-প্রযোজক হিসেবে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন। সেই সম্পর্কিত নথিও পাঠিয়েছিলেন। প্রস্তাবে বিশ্বাস করেছিলেন রুচি। এরপর ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে তিনি তাঁর কোম্পানি এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে বেশ কিছু পরিমাণ অর্থ চৌহানের কে স্টুডিওর সঙ্গে যুক্ত অ্যাকাউন্টে স্থানান্তরিত করেন। এত কিছুর পরেও প্রোজেক্টটি শুরু হয়নি।
বারবার যোগাযোগ করা সত্ত্বেও করণ প্রোজেক্ট স্থগিত রেখেছিলেন এবং মিথ্যা বলেছিলেন বলে অভিযোগ অভিনেত্রীর।

রুচি গুজ্জরের অভিযোগ তিনি জানতে পেরেছেন যে তাঁর টাকা সিরিয়ালের জন্য নয়, বরং ‘সো লং ভ্যালি’ প্রযোজনার জন্য ব্যবহৃত হয়েছিল। “যখন আমি জানতে পারি যে ছবিটি ২৭শে জুলাই মুক্তি পাচ্ছে, তখন আমি করণ সং চৌহানকে আমার টাকা ফেরত দিতে বলি। তারপর থেকে তিনি আমাকে হুমকি দিতে শুরু করেন,” দাবি অভিনেত্রীর। রুচির সঙ্গে ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ৩৬ বছর বয়সী চৌহানের বিরুদ্ধে মুম্বাই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ৩১৮(৪), ৩৫২ এবং ৩৫১(২) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিনেত্রী নিজের দাবির সমর্থনে ব্যাঙ্ক রেকর্ড এবং নথি জমা দিয়েছেন। আর্থিক লেনদেন এবং যোগাযোগের তদন্ত বর্তমানে চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিল্পা থেকে আলিয়া, স্বামীর দীর্ঘায়ু কামনায় ‘করবা চৌথ’ উদযাপনে প্রস্তুত যে সকল বলিউড স্ত্রীরা

মিথ্যা বিজ্ঞাপনে অতিষ্ঠ! অনুমতি ছাড়া ছবি ব্যবহারের জন্য বম্বে হাইকোর্টে ছুটলেন সুনীল শেট্টি

নোটবাতিলের জেরেই ৬০ কোটি টাকা ঋণ! প্রতারণা মামলায় বিস্ফোরক দাবি শিল্পার স্বামীর

জুবিন মৃত্যু তদন্তে নয়া মোড়, এবার গ্রেফতার সঙ্গীতশিল্পীর দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী

বিচ্ছেদের যন্ত্রণা ভুলে ৭ বছরের ছোট মডেলের প্রেমে হাবুডুবু, হার্দিকের নয়া প্রেমিকাকে চেনেন?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সলমানের সহ-অভিনেতা ঘুমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ