এই মুহূর্তে




জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন বাঙালি নায়িকা




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক সপ্তাহের বেশি সময় ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। তবে জিততে পারলেন না। হেরে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তানিন সুবাহ। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় তাঁর লাইফ সাপোর্ট খুলে নিয়ে মৃত বলে ঘোষণা করেন চিকি‍ৎসকরা। জনপ্রিয় নায়িকার প্রয়াণ সংবাদে ঢালিউডে শোকের ছায়া নেমে এসেছে।

মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাটে জন্ম তানিন সুবাহর শৈশব কেটেছিল বরিশালে দাদুর বাড়িতে। পড়াশোনা শেষে ২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান’ ও ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতায় নাম লেখান। এরপর বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন।  ২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন। মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এর পর বড় পর্দায় আভিষেক ঘটে। ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তানিন সুবাহ।

গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। বুকে প্রচণ্ড ব্যথা ও ঘাম হওয়ায় প্রথমে অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলেন। কিন্তু পরপর কয়েকবার বমি করার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে আসেন। ফের সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়। গত রবিবারই তাঁকে ক্লিনিক্যালি ডেড বা মৃত হিসাবে ঘোষণা করেন চিকি‍ৎসকরা। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও তানিনের পরিবারের তরফে অভিনেত্রীর স্বামীর দেশে ফেরা পর্যন্ত ওই সিদ্ধান্ত স্থগিত রাখার আনুরোধ জানানো হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে স্বামী অনুমতি দেওযায লাইফ সাপোর্ট খুলে সুবাহাকে মৃত বলে ঘোষণা করেন চিকি‍ৎসকরা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আগামিকাল বুধবার (১১ জুন)  বরিশালের গৌরনদীতে বাবার কবরের পাশে তানিন সুবাহকে সমাহিত করা হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হিন্দুত্বের ছোঁয়া! নজরুলের ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য গুঁড়িয়ে দিল মোল্লা ইউনূসের সরকার

‘নিরুদ্দেশে যেতে চাই’, অভিষেক বচ্চনের পোস্ট ঘিরে শোরগোল, হঠাৎ কী হল অমিতাভ-পুত্রের?

বলিউডে ডেবিউ এড শিরানের! শাহরুখের ছবিতে হিন্দি গান গাইবেন পপ তারকা

“যতক্ষণ না ও বিয়েটা পারফেক্ট করছে…”, আমিরের বহুবিবাহকে নিয়ে তামাশা সলমানের

মুম্বই গিয়েই ভাগ্য বদল, কোটি টাকার বিলাসবহুল গাড়ি কিনলেন ‘ভাইরাল গার্ল’ মোনালিসা

‘সিতারে জমিন পর’ সিনেমায় জুড়তে হবে মোদির উদ্ধৃতি, তালিবানি ফতোয়া সিবিএফসির

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ