এই মুহূর্তে




‘আকস্মিক মৃত্যু হবে’, ১০ মাস আগেই ‘কাঁটা লাগা’ গার্ল শেফালিকে সতর্ক করেছিলেন ইনি




নিজস্ব প্রতিনিধিঃ মৃত্যু আকস্মিক! কিন্তু মৃত্যুর কথা আগে থেকেই জানতেন শেফালি জারিওয়ালা। তাঁকে সেই ইঙ্গিত দিয়েছিলেন তাঁর বন্ধু পরশ ছাবড়া। শেফালি জারিওয়ালা অকাল প্রয়াণে আজ সকাল থেকে বলিউড ইন্ডাস্ট্রির মুখ ভার। শুক্রবার গভীর রাতে মারা গিয়েছেন অভিনেত্রী। তাঁর আকস্মিক প্রয়াণে ভারাক্রান্ত তাঁর পরিবার। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা যাবে না। তাঁর মৃত্যু নিয়ে রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ। মুম্বই পুলিশের মতে, তাঁকে আন্ধেরির বাসভবনে পাওয়া গিয়েছিল।এরপর তাঁকে বেলভিউ হাসপাতাল থেকে কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্যে স্থানান্তরিত করা হয়। যাই হোক, অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আসছে।

জানা গিয়েছে, অভিনেত্রীকে আগেই মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু পরশ ছাবড়া। হ্যাঁ, শেফালির মৃত্যুর আবহে পরশ ছাবরার পডকাস্টের একটি পুরনো ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে তিনি তাঁর কুণ্ডলী পাঠের উপর ভিত্তি করে অভিনেত্রীকে ‘আকস্মিক মৃত্যু’র ইঙ্গিত দিয়েছিলেন। বিষয়টি নেটিজেনদের হতবাক করে দিয়েছে। ২০২৪ সালের অগস্টে, পরশ ছাবরার পডকাস্ট, ‘আবরা কা ডাবরা’ শোতে উপস্থিত হয়েছিলেন শেফালি। এই জুটি আগেও রিয়েলিটি শো বিগ বস 13-এ একসঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছিলেন। ওই পর্ব চলাকালীন, পারস ছাবড়া শেফালির ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি তাঁর চমকপ্রদ জ্যোতিষশাস্ত্রীয় পর্যবেক্ষণ দিয়ে বলেছিলেন, “তোমার রাশির চতুর্থ ঘরে চন্দ্র, বুদ্ধ, কেতু বসে রয়েছে। চন্দ্র এবং কেতু কা সংমিশ্রণ খুব খারাপ জিনিস, যা আপনাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।’ আধুনিক যুগে জ্যোতিষশাস্ত্র অনেকেই বিশ্বাস করেন না। কিন্তু কোন কোন সময়ে জ্যোতিষশাস্ত্র মানুষকে প্রানহানি থেকে বাঁচাতে পারে।

পডকাস্টে, শেফালি মৃগীরোগের সমস্যা সম্পর্কেও কথা বলে ছিলেন। তিনি শেয়ার করেছিলেন যে, দশম শ্রেণীতে থাকাকালীন মাত্র ১৫ বছর বয়সে তিনি তাঁর প্রথম খিঁচুনি অনুভব করেছিলেন। তবে, নিয়মিত চিকিৎসা এবং জীবনযাত্রার কিছু পরিবর্তনের ফলে তাঁর অবস্থার উন্নতি হয়েছে। জারিওয়ালার স্বামী পরাগ ত্যাগীরও ঘনিষ্ঠ বন্ধু পরশ। বিগ বস ১৩-তে প্রায়শই পারস অভিনেত্রীকে ‘ভাবী’ বলে সম্বোধন করতেন।শেফালির মৃত্যুর খবরে তিনিও হতবাক। ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, “কিসকি জিন্দেগি কিতনি লিখি হ্যায়, কোই না জানতা। ওম শান্তি।” কাঁটা লাগা মিউজিক ভিডিওতে অভিনয় করার পর শেফালি খ্যাতি অর্জন করেছিলেন, যা তাঁকে ‘দ্য কাঁটা লাগা গার্ল’ উপাধি দিয়েছিল। এটি ছাড়াও শেফালিকে ২০২৪ সালের মুজসে শাদি করোগি চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে, যেখানে সলমান খান, অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছিলেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

‘ভয়টা রয়েই গেছে’, লিভার কেটে বাদ দিলেও ফের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন দীপিকা

দীপিকাকে ছেড়ে রক্তাক্ত বেশে ২০ বছরের তরুণীর সঙ্গে রোমান্স, হঠাৎ কী হল রণবীরের?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ