এই মুহূর্তে




ছেলে নাকি মেয়ে, ভিকি-ক্যাটরিনার কোল আলো করে আসবে কে? ভবিষ্যদ্বাণী করলেন এই জ্যোতিষী

নিজস্ব প্রতিনিধি: ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের ঘর আলো করে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। গত মাসে, তাঁরা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে জীবনের সবচেয়ে সুখবরটি শেয়ার করেছিলেন। দুজনেই একটি পোস্ট শেয়ার করেছিলেন যেখানে লেখা ছিল, “আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে।” যদিও তাঁদের সন্তান কবে আসবে সেই তারিখ জানা যায়নি। তবে এর মধ্যেই এক জ্যোতিষী জানিয়ে দিলেন ভিকি-ক্যাটরিনার প্রথম সন্তান কি হবে।

অনিরুদ্ধ কুমার মিশ্র নামে একজন জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন যে ভিকি এবং ক্যাটরিনা ঘরে আসবে কন্যা সন্তান। তিনি টুইট করে লিখেছেন, “ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের প্রথম সন্তান একটি কন্যা হবে।” জ্যোতিষী তাঁর হ্যান্ডেলে একটি টুইট পিন করেছেন যেখানে তিনি তার ভবিষ্যদ্বাণীর স্ক্রিনশট শেয়ার করেছেন, এবং একটি ছবিতে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির মেয়ে এবং সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানের দ্বিতীয় ছেলে জেহের ভবিষ্যদ্বাণী রয়েছে। ভিকি-ক্যাটরিনার সন্তান নিয়ে ভবিষ্যদ্বাণী করার পরেই একজন নেটিজেন টুইট করে লিখেছেন, “এই ভবিষ্যদ্বাণীটি সঠিক হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “যে কোনও লিঙ্গ থাকার সম্ভাবনা ৫০/৫০। এটাই মৌলিক গণিত। যদি সে সঠিকভাবে ‘অনুমান’ করে তবে সে এটি পিন করবে। অন্যথায় এটি তার ভুল টুইট লাইব্রেরিতে চলে যাবে। জ্যোতিষশাস্ত্র নয় একে তুক্কা মারা বলে।”

 

সূত্রের খবর, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নাকি বাড়িতেই সাধভক্ষণ করেছেন ক্যাটরিনা কাইফ। বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই নাকি বাড়িতে সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। জানা গিয়েছে, অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে ডেলিভারি ডেট রয়েছে ক্যাটরিনার। যদিও এই ব্যাপারে ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল অথবা পরিবারের কোনও সদস্যদের তরফ থেকে কিছু জানা যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছোট্ট পা, একরাশ খুশি, ছেলেকে প্রকাশ্যে আনলেন রাঘব-পরিণীতি, পুত্রের নাম কী রাখলেন?

অদিতির পর এবার WhatsApp-এ ‘শ্রিয়া শরণ’ সেজে প্রতারণা, ভক্তদের কী বার্তা দিলেন দক্ষিণী নায়িকা?

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ