27ºc, Haze
Friday, 24th March, 2023 10:04 pm
নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ার মিষ্টি জুটি তৃণা সাহা-নীল ভট্টাচার্য। ২০২১ সালের প্রেমের মাসেই চারহাত এক হয় তাঁদের। বিয়ের আগে ১১ বছরের প্রেম তাঁদের, নেটপাড়ায় সর্বময় দাপিয়ে বেড়িয়েছেন তাঁরা। তাঁদের বিয়ের মেনু থেকে ভেনু সবেতেই ছিল রাজকীয়তার ছোঁয়া। রিল ভিডিওতে তাঁদের দুর্দান্ত জমজমাটি রসায়নে বুঁদ থাকতেন নেটিজেনরা। কিন্তু আচমকাই তাঁদের এখন আর একসঙ্গে দেখা যায়না। বহুদিন রিলেও আসেন না। দিন কয়েক ধরেই টলিপাড়ায় ফিসফিস, ভাঙন ধরেছে তাঁদের সম্পর্কে। ২১ জানুয়ারি ছিল তৃণার জন্মদিন। প্রতি বছর তৃণার জন্মদিনে বেশ বড়সড় আয়োজন নিজের হাতে করেন নীল। কিন্তু চলতি বছর নীল ছাড়া জন্মদিন কাটালেন তৃণা।
আগামী সিরিয়াল ‘বালিঝড়’-এর সেটেই জন্মদিনে পালন হয়েছে অভিনেত্রীর। অন্যদিকে ‘পাঠান’ মুক্তির দিন তৃণাকে ছাড়াই ছবি দেখতে চলে যান নীল। তখন থেকেই গুঞ্জন। অবশ্য এই বিষয়ে অভিনেতা জানিয়েছেন, তৃণা অসুস্থ। সেই কারণেই একসঙ্গে ‘পাঠান’ দেখতে যাওয়া হয়নি তাঁদের। কিন্তু এ কথা একেবারেই ঠিক নয়, বলে অনুমান ভক্তদের। আর মাত্র তিন দিন পরেই ‘তৃ-নীল’ জুটির তিন বছর বিবাহবার্ষিকী।সেদিন কি একসঙ্গে দেখা যাবে এই জুটিকে? তবে তৃণার কথায়, এই বিবাহবার্ষিকীতে আলাদা আলাদা থাকবেন তাঁরা। গতবছরেও বিয়ের জন্মদিনটা ধুমধাম করেই পালন করেছিলেন এই তারকা জুটি। যে যেখানেই থাকুক বিশেষ দিনগুলিতে একসঙ্গে কাটাতেন, নীল-তৃণা। শহর থেকে দূরে বন্ধুবান্ধের সঙ্গে সেলিব্রেশনে মাতেন তাঁরা।
কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সম্পূর্ণ বিপরীত ছবি। এই মুহূর্তে দুজনেই ভরপুর কাজে ব্যস্ত। তৃণা বলেন, “আমার দু’জনেই কাজের বিষয়ে কোনও ঢিলেমি পছন্দ করি না। তাই এ বার বিবাহবার্ষিকীটা আলাদা আলাদাই কাটবে, কিন্তু ভিডিও কল তো আছে।” তৃণার নতুন সিরিয়াল ‘বালিঝড়’ শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে। এই মুহূর্তে সেটা নিয়েই ব্যস্ত তিনি। অন্য দিকে, কাজের কারণেই শহরে থেকে দূরে রয়েছেন নীল। অবশ্য বিচ্ছেদের গুঞ্জনের পর থেকেই সমাজমাধ্যমে একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। বিবাহবার্ষিকীর দিনও একসঙ্গে থাকবেন না। তৃণার কথায়, “না থাক না, লোকের যা বলছে বলুক। একটু রহস্য থাকা ভাল।”