এই মুহূর্তে




বৈষ্ণোদেবী মন্দিরের পাশে হোটেলে মদ্যপান করে বিপাকে সমাজপ্রভাবী ওরি




নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের ‘সেলফি কুমার’ ওরি ওরফে ওরহান অবত্রামণি এবার আইনী বিপাকে। কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের পাশের হোটেলে দেদার মদ্যপানের অভিযোগে ওরি এবং সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তাঁরা বৈষ্ণো দেবীর বেস ক্যাম্প কাটরার একটি হোটেলে রাতভর মদ্যপান করেছেন। আইন অনুসারে, কাটরায় মদ বিক্রি, মদ রাখা এবং মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই রাতভর কাটরার একটি বিলাসবহুল হোটেলে মদ্যপান করেছেন ওরি-সহ আরও সাত ব্যক্তি। সোমবার কাটরা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ওরির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ ওররি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে একটি বেসরকারি হোটেলে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় ওরিকে। ভিডিওতে একটি মদের বোতল স্পষ্ট ছিল। আর দিনটা ছিল হোলির দিন। সুতরাং বোঝাই যায়, হোলি উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাতভর মদ্র পার্টি করেছেন ওরি। ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াতে তিনি ব্যাপক ট্রোলিংয়ের শিকার হয়েছেন।

এই বিষয়ে, জম্মু-কাশ্মীরের পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে সোশ্যাল মিডিয়া প্রভাবী তথা সেলিব্রিটিদের ঘনিষ্ঠ বন্ধু ওরি – সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাঁরা হিন্দুদের ধর্মীয় অনুমভূতিতে আঘাত করেছেন তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হবে। ১৫ মার্চ কাটরা পুলিশ একটি অভিযোগ পেয়েছিলেন। যেখানে উল্লেখ করা হয়েছিল যে, একটি হোটেলে কিছু মদ্যপান করে কাশ্মীরের আইন লঙ্ঘন করেছে। এরপরেই ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুসারে, কাটরায় মদ বিক্রি, মদ রাখা এবং মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই আইন সবার জন্যে সমান। অভিযুক্তদের নাম, ওরহান অবত্রামণি, দর্শন সিং, পার্থ রায়না, হৃতিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি। তাঁরা কাটরার আনাস্তাসিলা আরজামাস্কিনা হোটেল প্রাঙ্গণে মদ্যপান করেছিলেন বলে অভিযোগ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের আগেই অনেকবার সাবধান করা হয়েছিল যে মাতা বৈষ্ণো দেবী মন্দিরের কাছাকাছি হওয়ায় হোটেল প্রাঙ্গণে মদ্যপান এবং আমিষ খাবার গ্রহণ নিষিদ্ধ। কিন্তু তাও তাঁরা শোনেন নি। বিষয়টির গুরুত্ব দেখে, রিয়াসির সিনিয়র পুলিশ সুপার পরমবীর সিং দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। ধর্মীয় স্থানে মানুষের অনুভূতিতে আঘাত করে এমন কোনও কার্যকলাপ সহ্য করা হবে না।’

ওরি কে?

ওরি একজন সোশ্যাল মিডিয়া তারকা। ফ্যাশন স্টেটমেন্ট এবং বি-টাউন সেলিব্রিটিদের সঙ্গে বন্ধুত্বের কারণে তিনি সবসময় লাইমলাইটে থাকেন। তারকা সন্তানদের সঙ্গে সবসময় পার্টি করেন তিনি। যা সবসময় আলোচনা থাকে। এছাড়াও জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, খুশি কাপুর ছাড়াও আম্বানি পরিবারের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক রয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দ্বিতীয়বার গর্ভবতী হতে চান ভারতী

‘এখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা উচিত ভারতের’, দাবি দিশা পাটানির দিদির

টিআরপি-র তালিকায় ‘পরশুরাম’-এর রাজত্ব, জায়গা ধরে রাখল ‘জগদ্ধাত্রী’

‘ওরা কাশ্মীর চায়, আমরা ওদের মাথা চাই’, প্রতিশোধের আগুনে জ্বলছেন ‘উরি’র পরিচালক

‘ম্যায়নে পেয়ার কিয়া ২’-তে থাকবেন না সলমান, জানালেন পরিচালক

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর