এই মুহূর্তে




CID-2 সিজনে ‘ডক্টর তারিকা’-র চরিত্রে ফের দেখা দেবেন শ্রদ্ধা মুসালে




নিজস্ব প্রতিনিধি: টেলিভিশনের জনপ্রিয় ক্রাইম শো CID, প্রায় ২০ বছর পর প্রত্যাবর্তন করেছে পর্দায়। এককালে এই শোয়ের ভক্ত ছিল ৮ থেকে আশি। বিশেষ করে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করত এই শো। কিন্তু আচমকাই বন্ধ হয়ে যাওয়া য় ব্যাথা পেয়েছিলেন ভক্তরা। অবশেষে দীর্ঘ ২০ বছর পর নতুন রূপে দ্বিতীয় মরসুম নিয়ে ফিরেছে CID। তবে সিআইডি সিজন ২-এ অনেককিছু পরিবর্তন হয়েছে। যা দর্শকদের বেশি আকৃষ্ট করেছে। যদিও ইতিমধ্যেই শোয়ে এসিপি প্রদ্যুমনের মৃত্যু হয়েছে। তার জায়গায় ACP আয়ুষ্মান হিসেবে পার্থ সামথান প্রবেশ করেছেন। কিন্তু তিনি আবার শো থেকে বেরিয়েও গিয়েছেন। তবে এসিপি প্রদ্যুমনের চলে যাওয়ার বিষয়টা অনেকেই মেনে নিতে পারেননি।

তবে দয়া এবং অভিজিৎ একই জায়গায় রয়েছেন, তাঁরা শোয়ের অন্যতম ব্যক্তিত্ব। এবার CID-তে ফিরলেন কাস্টের একজন পুরনো সদস্য। অভিনেত্রী শ্রদ্ধা মুসালে, যিনি সিআইডি সিজন ১ থেকেই ডক্টর তারিকার ভূমিকায় অভিনয় করেছেন। তিনি CID 2-তে ফিরে এসেছেন, আর তাঁর ফিরে আসা দর্শকদের জন্যে চমকের থেকে কম কিছু নয়। ডক্টর তারিকা চরিত্রে শ্রদ্ধার প্রত্যাবর্তনের কথা নিশ্চিত করেছে একটি সংবাদমাধ্যম। এমনকী অভিনেত্রীর একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শ্রদ্ধা ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইডি-র অংশ ছিলেন। এই অনুষ্ঠানটি ছাড়াও, তিনি ‘কাহানি ঘর ঘর কি’ , ‘মিলে জব হাম তুম’ , ‘পোরুস’ এবং অন্যান্য অনেক জনপ্রিয় টিভি অনুষ্ঠানের অংশ ছিলেন।তবে টিআরপির ক্ষেত্রে সিআইডির দ্বিতীয় সিজন খুব একটা ভালো সাড়া পাচ্ছে না। এদিকে, সনি টিভি ছাড়াও, সিআইডি সিজন ২ নেটফ্লিক্সেও স্ট্রিমিং হচ্ছে। এদিকে, সিআইডি ২ থেকে পার্থের বিদায়ে ভক্তরা বেশ বিরক্ত গিয়েছেন। গত মাসে একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, “সিআইডির মতো একটি কাল্ট শোয়ের অংশ হতে পারাটা পরম আনন্দের, যদিও তা অল্প সময়ের জন্যই হোক। আমি কেবল কয়েকটি পর্বের জন্য ছিলাম, অতিথি চরিত্রে, কিন্তু পরে কয়েক মাসের জন্য তার সময়সীমা বাড়ানো হয়েছিল। যাইহোক, আমার অন্যান্য কাজের প্রতিশ্রুতি রয়েছে, তাই আমি বেশি দিন কাজ চালিয়ে যাব না। তবে হ্যাঁ, আমার সংক্ষিপ্ত কর্মজীবনে দর্শকদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আনন্দ’-তে রাজেশ খান্নার জায়গায় তাকে নিতে পরিচালককে চাপ দিয়েছিলেন ধর্মেন্দ্র

মুম্বইতে ৬.৭৫ কোটি টাকায় ৩টি ফ্ল্যাট বেচলেন রাকেশ-হৃতিক, পকেটে টান পড়ল নাকি?

এয়ার ইন্ডিয়ার উপর আস্থা নেই! ফ্লাইট বাতিল করে টাকা ফেরত চাইলেন মীরা চোপড়া

হানিমুনে বন্ধুর কাছে স্ত্রীকে বিক্রির চেষ্টা, সঞ্জয়কে বিয়ের পর নরক হয়ে উঠেছিল করিশ্মার জীবন….

‘সময় ঘনিয়ে আসছে’, মৃত্যুর তিনদিন আগে সমাজমাধ্যমে পোস্ট করিশ্মার প্রাক্তন স্বামীর

পোলো খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন করিশ্মার প্রাক্তন স্বামী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ