এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জুম করে দেখলেও বোঝা দায় ‘মা ভবতারিণী’র মূর্তি মাটির নাকি জীবন্ত?

নিজস্ব প্রতিনিধি: আর দিন দুয়েক বাদেই দীপাবলী অর্থাৎ কালি পুজা। আলোর আমেজে মেতে উঠবে গোটা বাংলা। বাঙালির কালি পুজো হলেও গোটা দেশের কাছে কিন্তু এই উৎসব আলোর উৎসব, দীপাবলী নামেই পরিচিত। বাঙালির কাছে ভাইফোঁটা পর্যন্তই কালি পুজো। মাত্র তিনদিনের এই আলোর উৎসবে শুধু বাংলা নয়, সেজে গোটা দেশ। নানা রকমের আলোর রশনাই, পটকা-তুবড়ি ইত্যাদি শব্দবাজিতে এই সময়টা গমগম করে চারিদিক। তবে দুর্গা পুজোর মতো কালি পুজোতে তেমন একটা সাজ দেখা যায় না আমজনতা থেকে সেলিব্রিটিদের। কারণ দুর্গা অবতারে সাজলেও কালি সাজে কেউই তেমন ধরা দেয় না। মাকালীর সেই অপরূপ সজ্জা ফুটিয়ে তুলতেও সময় এবং খরচ সাপেক্ষ। তবে আমাদের টলি ইন্ডাস্ট্রিতে কালি রূপে মানায় কিন্তু একজনকেই।

সম্প্রতি তিনিই একেবারে কালি সাজে ধরা দিলেন। প্রকাশ্যে এসেছে তাঁর কালি রূপ। একেবারে দক্ষিণা কালির সাজে দাঁড়িয়ে অভিনেত্রী, অথচ ঠাকুরের মূর্তি না মানুষের তা দেখে একেবারেই বোঝার উপায় নেই। বারবার খুঁটিয়ে দেখলেও নয়, আবার জুম করে দেখলেও নয়। ছবিটি দেখে পুরো মনে হবে মা ভবতারিণীর মূর্তি, হয়তো এইভাবেই ছবিটি দেখে আপনিও বোকা বনে গিয়েছেন এতক্ষণে, তাই তো! অবশ্য এই ছবি দেখে যে কেউ মূর্তি ভেবে ভুল করবেন, না এটি ছবিটি রক্তমাংসের একজন মানুষ। আর যিনি এই ছবিটির মালিক তিনি হলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী শ্রুতি দাস। হ্যাঁ, ছোটপর্দার ‘ত্রিনয়নী’ কালীপুজোর ঠিক আগেই ধরা দিলেন মা ভবতারিণী রূপে। সোশ্যাল মিডিয়ায় শ্রুতির এই নতুন ফটোশ্যুটের ছবি ইতিমধ্যেই হৈচৈ ফেলে দিয়েছে। রূপটান শিল্পীর হাতে জাদুতে সাক্ষাৎ ‘মা ভবতারিণী’ হয়ে উঠেছেন শ্রুতি। কিন্তু স্বাভাবিকভাবেই সহজ ছিল না এই ফটোশ্যুটের প্রক্রিয়া। অভিনেত্রীর মেকআপ করতে সময় লেগেছে প্রায় ১১ ঘন্টা, ভাবা যায় কতটা ধৈর্য্যের পরীক্ষা নিতে হয়েছে অভিনেত্রীকে।

এই ফটোশ্যুটে শ্রুতির পাশাপাশি ‘জ্যান্ত শিব’ হিসাবে দেখা গিয়েছে সুপ্রিয়কে। আর শ্রুতিকে মা ভবতারিণী রূপ দিয়েছেন মুক্তি রায়। ইতিমধ্যেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছেন সকলেই। এদিন শ্রুতি মা ভবতারিণী রূপের একটি ছবি এবং পরে মুক্তির প্রোফাইল থেকে ভিডিও টি তুলে ধরা হয়েছে সবার উদ্দ্যেশ্যে। সেখান থেকেই বোঝা যায়, মা ভবতারিণীর বেশে স্বয়ং শ্রুতিই রয়েছে। তিনি ভিডিওটির শেষে বিশেষ দ্রষ্টব্যে হিসেবে লেখেন, ‘এটি কোনো মূর্তি নয়, মনুষ্য শরীরে মায়ের রূপদান। ভবতারিণী মায়ের রূপসজ্জা করেছেন মুক্তি রায়।বন্ধ নেত্রের ওপর চক্ষুদান করা হয়েছে।ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য।’ এই পুরো শ্যুটে সময় ১৩ ঘণ্টা! মাত্র সাড়ে তিন মিনিটের একটি ভিডিয়োয় এই সুদীর্ঘ প্রক্রিয়াকে লেন্সবন্দি করে তুলে ধরেছেন রূপটান শিল্পী মুক্তি। তাঁর প্রশংসায় ভাসছেন এখন নেটপাড়া। ‘বলবার ভাষা হারিয়ে ফেলেছি’, ‘আমি মহালয়াতে তিনবার কালী সেজেছি। সেটাই অভিজ্ঞতা আর এটার অভিজ্ঞতা একেবারেই আলাদা। এত ভালো শিল্পী মুক্তি যে তাঁর প্রস্তাব পাওয়ার পর আর কিছু ভাবিনি।’, ‘অবিশ্বাস্য, ক্যাপশন না পড়লে বুঝতেই পারতাম না।’ এরকম হাজার কমেন্টে ভরে গিয়েছে শ্রুতির কমেন্টবক্স। প্রসঙ্গত, ‘দেশের মাটি’র পর আর কোনো ধারাবাহিকে দেখা যায় নি তাঁকে। ফের কবে তাঁকে দেখা যাবে আবার সেই অপেক্ষাতেই বসে শ্রুতির ভক্তরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ শাহরুখের, ঠিক কী হয়েছিল ২০১২ সালে?

মহারাষ্ট্রের বিজেপি নেত্রীর বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি অভিনেতার

ছেলে হওয়ার পর প্রথম প্রকাশ্যে অনুষ্কা, স্বামী এবং বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন

‘অল্পের জন্যে বাঁচলাম’, মালদায় প্রচারে বেরিয়ে দেবের হেলিকপ্টারে আগুন

হাসপাতালে অভিনেত্রী চিত্রা সেন, কী হয়েছে তাঁর, জানালেন ছেলে কৌশিক

গুরুতর অসুস্থ কমেডিয়ান ভারতী সিং, হাসপাতালে কেঁদে ভাসাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর