এই মুহূর্তে




দিতিপ্রিয়ার সঙ্গে বাকযুদ্ধের খেসারত, ‘চিরদিনই তুমি… ‘-এ আর দেখা যাবে না জিতুকে, নায়ক কে হচ্ছেন?

নিজস্ব প্রতিনিধি: জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে ঝামেলা এখনও শেষ হয়নি। গত সোমবার জিতু ও দিতিপ্রিয়া র মধ্যকার সমস্যা মেটাতে প্রযোজনার সংস্থার তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছিল। তবে ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরেও আনুষ্ঠানিকভাবে প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ এবং অভিনেতাদের তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু সিরিয়াল পাড়ার অন্দরের খবর, হয়তো জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’, ধারাবাহিকে আর দেখা যাবে না জিতুকে। সে জায়গায় সম্ভবত নায়ক হতে পারেন রণজয় বিষ্ণু। জিতু ও দিতিপ্রিয়ার মধ্যে ঝামেলার সূত্রপাত, একটি হোয়াটসঅ্যাপ চ্যাটকে কেন্দ্র করে।

যার স্ক্রিনশট দেখিয়ে দিতিপ্রিয়া জিতুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিলেন। কিন্তু জিতু প্রমাণ সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, সেই ঝামেলার রেশ, ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন জিতু। কিন্তু এই অবস্থায় স্টুডিওতে কেমন পরিবেশ? শুটিং ঠিকঠাক হচ্ছে? ঘনিষ্ঠ সূত্র বলছে, স্টুডিও পাড়ায় খুবই থমথমে পরিবেশ। কাজের বাইরে কথা খুবই কম হচ্ছে। প্রত্যেকেই পেশাদার শিল্পী। তাই কেউই বিতর্কের বিষয়ে মুখ খুলতে নারাজ। সূত্রের খবর, সোমবার স্টুডিওতে নির্দিষ্ট সময়ে এসে শুটিং করে গিয়েছেন দিতিপ্রিয়া। শট দিয়ে চলে গিয়েছেন। তবে এখন শোনা যাচ্ছে, জিতুকে আর নায়কের চরিত্রে দেখা যাবেনা।

ইতিমধ্যেই রণজয় বিষ্ণুর সঙ্গে যোগাযোগ করেছে প্রযোজনা সংস্থার তরফে। যদিও চূড়ান্ত এখনও কিছুই হয়নি। তবে মাঝ পথে কোনও অভিনেতাকে ধারাবাহিক থেকে বের হতে গেলে তাঁকে একটি অনাপত্তিপত্র বা ‘এনওসি’ জমা দিতে হয়। কিন্তু শোনা গিয়েছে, জিতু এখনও সেই অনাপত্তি পত্র জমা দেননি। ফলে তিনি এনওসি না দিলে এখনই অন্য কোনও নায়ককে নিয়ে কাজ শুরু করা যাবেনা। এ বিষয়ে জিতুও কোনও উত্তর দিতে নারাজ। এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে, নায়ক আর্য সিংহ রায় হাসপাতালে ভর্তি। অপর্ণা হাসপাতালে যাতায়াত করছে। খুবই উদ্বিগ্ন সে। সুতরাং নতুন নায়ক এলে দৃশ্যপটের বদল ঘটবে কিনা সেটাই এখন দেখার বিষয়!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাবার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্মৃতি মান্ধনার বাগদত্তা পলাশ মুচ্ছল

‘আমি ওঁর সংসার ভাঙিনি, সন্তানদের সঙ্গেও বিরোধ নেই’, কুমার শানুর সঙ্গে প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন কুণিকা

প্রয়াত কিংবদন্তি কোরিয়ান অভিনেতা লি সুন জে

‘এভাবে টানবেন না’, মাদক মামলায় জেরা দিতে এসে ANC অফিসারের উপর ক্ষুব্ধ ওরি

‘ডিভোর্সের মামলা আগে পিটার করেছেন’, আদালতে বিস্ফোরক দাবি স্বামীর হাতে নির্যাতিত সেলিনার

বিয়ে বাতিল ও প্রতারণা কাণ্ডের জের! বিশ্বজয়ী দলের সঙ্গে KBC-তে আসছেন না স্মৃতি মান্ধানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ