নিজস্ব প্রতিনিধি, বার্সেলোনা: বহুদিন ধরেই করফাঁকির অভিযোগে বিদ্ধ বিশ্বখ্যাত পপ তারকা তথা কলম্বিয়ান সুপারস্টার গায়িকা শাকিরা। যাঁর গলার কন্ঠে ঘায়েল গোটা বিশ্ব। সূত্রের খবর, সোমবার বার্সেলোনায় তাঁর বিরুদ্ধে ট্যাক্স জালিয়াতির মামলার বিচার শুরু হয়েছে। স্প্যানিশ প্রসিকিউটররা গ্র্যামি বিজয়ী গায়কের জন্য আট বছরেরও বেশি কারাদণ্ডের নির্দেশ চেয়েছেন। ৪৬ বছর বয়সী গায়িকার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে অর্জিত আয়ের ১৪.৫ মিলিয়ন ইউরো ($15.7 মিলিয়ন) স্প্যানিশ রাষ্ট্রকে দেয়নি, তাই তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। যদিও গায়িকা সবটাই অস্বীকার করেছেন। তাঁর কটাক্ষ, তিনি শুধুমাত্র ২০১৫ সালটা স্পেনে ছিলেন।
শাকিরার হিট গানগুলির মধ্যে রয়েছে “হিপস ডোন্ট লাই”, “হোয়েনএভার, হোয়ারভার”, ২০১০ বিশ্বকাপের গান “ওয়াকা ওয়াকা”। কিন্তু রিপোর্টে রয়েছে, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে তিনি স্পেনে কাটিয়েছেন। স্প্যানিশ কর্তৃপক্ষের অভিযোগ, সেই সময়ের অর্ধেকেরও বেশি সময় তিনি স্পেনে কাটিয়েছেন, তাই তাঁর সে দেশের কর দেওয়া উচিত ছিল৷ ২০১১ সালে এফসি বার্সেলোনার প্রাক্তন তারকা ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে তাঁর সম্পর্ক প্রকাশ্যে আসার পরেই শাকিরা স্পেনে চলে যান, কিন্তু শাকিরা ২০১৫ সাল পর্যন্ত বাহামাসে অফিসিয়াল ট্যাক্স রেসিডেন্সি বজায় রেখেছিলেন। এই অভিযোগে প্রসিকিউটররা শাকিরার আট বছর, দুই মাসের জেল এবং প্রায় ২৪ মিলিয়ন ইউরো ($ 24 মিলিয়ন ডলার) জরিমানা চাইছেন। এদিকে শাকিরার আইনজীবীরা বলছেন যে, ২০১৪ সাল পর্যন্ত, গায়িকা যাযাবর জীবনযাপন করছিলেন এবং আন্তর্জাতিক সফর থেকে তার বেশিরভাগ অর্থ উপার্জন করেছিলেন। আর ২০১৫ সালের জানুয়ারিতে তাঁর দ্বিতীয় পুত্রের জন্মের ঠিক আগে তিনি স্থায়ীভাবে বার্সেলোনায় চলে আসেন। তবে শাকিরা ২০২২ সালের জুনে পিকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন, তাঁদের প্রায় এক দশক দীর্ঘ সম্পর্ক ছিল। তিনি তাঁদের দুই ছেলে মিলান এবং সাশাকে নিয়ে এপ্রিল মাসে মিয়ামিতে চলে আসেন। সোমবার সকাল ১০ টায় বার্সেলোনার একটি আদালতে (0900 GMT) শাকিরার বিরুদ্ধে করফাঁকির মামলা শুরু হতে চলেছে৷ যেটি ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রায় ১২০ জন সাক্ষী রয়েছে৷
জানা গিয়েছে, শাকিরা নিজেই আদালতে উপস্থিত থাকবেন, কিন্তু বাকি শুনানিতে উপস্থিত না হওয়ার জন্য আদালতকে অনুমতির অনুরোধ করবেন। এদিকে স্পেনে সাম্প্রতিক বছর গুলিতে ফুটবল তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রিটিদের উপর তাঁদের সম্পূর্ণ বকেয়া ট্যাক্স পরিশোধ না করার অভিযোগ রয়েছে। শাকিরার প্রাক্তন প্রেমিক পিকে ২০১৬ সালে কর জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং পরে কর অফিসকে ২.১ মিলিয়ন ইউরো দিয়ে নিজেকে মুক্ত করেন।