এই মুহূর্তে




প্রায় সাড়ে ৩ বছরের যাত্রা শেষ, থামছে ‘অনুরাগের ছোঁয়া’-র পথচলা, অন্তিম সম্প্রচার কবে?

নিজস্ব প্রতিনিধি: বাংলা ধারাবাহিক মহলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। বিগত ৩ বছর ধরে স্টার জলসার পর্দায় রাজত্ব করে চলেছে এই ধারাবাহিক। পুরোনো অধ্যায় শেষে এখন দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে ধারাবাহিকের। যেখানে নায়িকা দীপার নাতনিদের অধ্যায় দেখানো হচ্ছে। আর নতুন পর্ব শুরু হতেই ধারাবাহিক এক ঝাঁক নতুন মুখের এন্ট্রি হয়েছে। যেখানে আছেন, তিয়াসা লেপচা, রাহুল মজুমদার, ধ্রুবরা। তবে নায়িকার চরিত্রে আছেন স্বস্তিকা ঘোষ। কিন্তু অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায় শুরু হতেই আচমকা বন্ধের ঘোষণা। হ্যাঁ, শনিবার (২২ নভেম্বর) শুটিং করতে এসেই নায়ক রাহুল মজুমদার আচমকা সিরিয়াল বন্ধের খবর পান। তাতেই ক্ষুব্ধ হয়েছেন রাহুল।

তাঁর দাবি, ১০ বছর অভিনয় জীবনে এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হননি তিনি কখনও। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগরে অভিনেতা জানিয়েছেন, চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে বলেছিল যে, ধারাবাহিকটি এখনও অনেক দিন চলবে। সেই কারণেই অনেক ভাল ভাল কাজ ছেড়ে দিয়ে তিনি এই ধারাবাহিকে কাজ করতে রাজি হয়েছিলেন। তেমন এদিনও শুট করতে এসেছিলেন। তখনই তাঁকে জানিয়ে দেওয়া হয়, শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক। তাতেই হতবাক হয়ে গিয়েছেন অভিনেতা। শুরু থেকেই টিআরপিতে ভাল রেটিং অনুরাগের ছোঁয়ার। শুরুর বেশ কয়েক মাস টিআরপির শীর্ষস্থানে ছিল এই ধারাবাহিক। তবে এখন টিআরপির সেরা পাঁচে না থাকলেও রেটিং ভাল ধারাবাহিক।

এমনকী স্বস্তিকা ঘোষের সঙ্গে রাহুলের কেমিস্ট্রিও দর্শকরা পছন্দ করছেন। সাম্প্রতিক টেলিসম্মান পুরস্কার অনুষ্ঠানেও সম্মানিত হয়েছেন তাঁরা। কিন্তু তার পরেও সঠিক কারণ ছাড়াই বন্ধ হয়ে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। তাতেই ক্ষুব্ধ রাহুল। জানা যাচ্ছে, নভেম্বরের শেষে ধারাবাহিকের শুটিং শেষ হবে। ধারাবাহিকের শেষ সম্প্রচার সম্ভবত ৪ ডিসেম্বর। নায়কের দাবি, বন্ধ হয়ে যাওয়ার মতো কোনও পরিস্থিতিই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ক্ষেত্রে তৈরি হয়নি। তাই আচমকা ধারাবাহিক বন্ধের খবরে তিনি বিরক্ত। তবে ধারাবাহিক অন্দরের খবর, ‘অনুরাগের ছোঁয়া’র জায়গায় আসতে চলেছে স্নিগ্ধা বসুর নতুন ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাবার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্মৃতি মান্ধনার বাগদত্তা পলাশ মুচ্ছল

‘আমি ওঁর সংসার ভাঙিনি, সন্তানদের সঙ্গেও বিরোধ নেই’, কুমার শানুর সঙ্গে প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন কুণিকা

প্রয়াত কিংবদন্তি কোরিয়ান অভিনেতা লি সুন জে

‘এভাবে টানবেন না’, মাদক মামলায় জেরা দিতে এসে ANC অফিসারের উপর ক্ষুব্ধ ওরি

‘ডিভোর্সের মামলা আগে পিটার করেছেন’, আদালতে বিস্ফোরক দাবি স্বামীর হাতে নির্যাতিত সেলিনার

বিয়ে বাতিল ও প্রতারণা কাণ্ডের জের! বিশ্বজয়ী দলের সঙ্গে KBC-তে আসছেন না স্মৃতি মান্ধানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ