নিজস্ব প্রতিনিধি: একদিকে দেশজুড়ে চলছে শাহরুখের ‘জওয়ান’ ছবির দাপট, অন্যদিকে এই দাপটের চোটেই পাততাড়ি গোটাচ্ছে একের পর এক নতুন নতুন সিনেমা। জওয়ানের দাপটের কাছে পেরে উঠবে না বলেই মুক্তির দিন পিছিয়ে দেওয়া হচ্ছে, বলিউডের একাধিক চলচ্চিত্রের। এমনকী এই তালিকায় আছে সুপারস্টার প্রভাসের ‘সালার’ও। শাহরুখের ‘জওয়ান’-এর সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল প্রভাসের এই বহুল প্রত্যাশিত ছবির। কিন্তু জওয়ানের জন্য ছবি মুক্তি পিছিয়ে ২৮ সেপ্টেম্বর করা হয়। কিন্তু ২৮ সেপ্টেম্বরও মুক্তি পাবে না ‘সালার’।
ছবির প্রোডাকশন হাউস হোমবলে ফিল্মস ছবি মুক্তির দিনক্ষণ স্থগিত করেছে। প্রভাসের আসন্ন ছবি, ‘সালার’ ছিল ২০২৩ সালের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলির মধ্যে একটি। ছবিটি ২৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্ত তা হচ্ছে না, ১৩ সেপ্টেম্বর, প্রোডাকশন হাউস একটি বিবৃতি জারি করে অবশেষে ছবিটির বিলম্বের কারণটি নিশ্চিত করেছেন। কিন্ত মুক্তির দিনক্ষণ প্রকাশ করেনি। তবে আশ্বাস দিয়েছেন যে, শিগগিরই ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে। ১৩ সেপ্টেম্বর একটি বিশেষ নোট পোস্ট করে, Hombale Films লিখেছে, “Salaar-এর জন্য আপনা দের অটল সমর্থনকে আমরা গভীরভাবে প্রশংসা করি। তবে আমাদের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ২৮ সেপ্টেম্বরের সালার মুক্তি পাচ্ছে না। তবে এই সিদ্ধান্তটি যত্ন সহকারে নেওয়া হয়েছে, কারণ আমরা একটি ব্যতিক্রমী সিনেম্যাটিক অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দল সর্বোচ্চ মান পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। নতুন প্রকাশের তারিখ যথাসময়ে প্রকাশ করা হবে। আমাদের সঙ্গে থাকুন যেহেতু আমরা #SalaarCeaseFire-এ চূড়ান্ত চমক দেব।”
‘সালার’ এ প্রভাসের সঙ্গে আরও অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, এবং জগপতি বাবু। প্রশান্ত নীলের নির্দেশনায় এটি নির্মিত হয়েছে ছবিটি। প্রযোজনা করছে Hombale Films।