এই মুহূর্তে




শুক্রের গোচরে তৈরি হচ্ছে বিরল মালব্য যোগ, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের




নিজস্ব প্রতিনিধি: জুনের শেষে তৈরি হতে চলেছে বিরল মালব্য রাজ যোগ। তিন রাশির জাতকদের খুলে যাবে ভাগ্য। প্রচুর অর্থপ্রাপ্তি হবে তাঁদের। আসলে ২০২৫ সালের ২৯ জুন শুক্র তার নিজস্ব রাশি বৃষে প্রবেশ করতে চলেছে। কারণ শুক্র প্রায় এক বছর পর তার নিজের রাশিতে প্রবেশ করবে। আর ২৬ জুলাই পর্যন্ত সে এই রাশিতেই থাকবে। শুক্রের এই গোচর শক্তিশালী মালব্য রাজ যোগ তৈরি করবে। শুক্রকে সুখ, সমৃদ্ধি, বিলাসবহুল জীবন ও জাঁকজমকের কারক হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই যোগ ব্যক্তির জীবনে সম্পদ, পারিবারিক সুখ এবং কেরিয়ারের সাফল্য বয়ে আনে। এমন পরিস্থিতিতে জেনে নিন কোন কোন রাশির জাতকদের সৌভাগ্যের দিন ফিরবে। এই বিরল যোগটি কার কার ক্ষেত্রে ফলপ্রসূ হতে চলেছে।

বৃষ: শুক্র বৃষ রাশির অধিপতি। তাই এই রাশির জাতকদের সময়টা ভাল কাটবে। ভাগ্যের সহায়তা পাবেন। অগ্রগতির নতুন সুযোগ পাবেন। বিবাহিত জীবন সুখের হবে। বিদেশ ভ্রমণ হতে পারে।

কন্যা: শুক্রের এই গোচর কন্যা রাশির জাতকদের জন্যে অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। ব্যবসায় বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ ভাল লাভ বয়ে আনবে।

মীন: শুক্রের এই গোচর মীন রাশির জাতকদের জন্যে উপকারী হতে পারে। আপনি কর্মজীবন ও ব্যবসায় কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আপনি অর্থ উপার্জনে নতুন সুযোগ পেতে পারেন। আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। আপনার একটি নতুন যান বাহন কেনার স্বপ্ন পূরণ হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২ দিন পরেই রাশি পরিবর্তন করছে রাহু-কেতু, সুদিন ফিরছে ৩ রাশির জাতকদের

আজ নক্ষত্র পরিবর্তন করবে শুক্র, এই রাশিচক্রের জাতকদের খুলবে ভাগ্য

আজ রবিবার কার পকেট ভারী হবে? কার পকেট থেকে খসবে টাকা?

২৪ বছর পর শ্রাবণ শিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ, ভাগ্য ফিরবে ৩ রাশির জাতকদের

সুপ্ত ইচ্ছে আজ পূর্ণতা পাবে, জেনে নিন শনিতে কেমন যাবে দিনটা?

আজ শুক্রবার দিন কাদের শুভ, কারা থাকবেন সাবধানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ