এই মুহূর্তে




ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের ঠিক আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পশ্চিম ইয়োলো সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু উত্তর কোরিয়া। সমুদ্র থেকে জাহাজে নিক্ষেপযোগ্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। অন্যদিকে জানা এই পরীক্ষার আবহেই এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পিয়ংইয়ং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা জাহাজ থেকে উৎক্ষেপণের জন্য উল্লম্বভাবে উন্নত করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রটি সাগরের উপরে পূর্বনির্ধারিত রুটে ৭,৮০০ সেকেন্ডেরও বেশি সময় ধরে উড়েছিল এবং তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। তবে জানা গিয়েছে,  উত্তর কোরিয়ার  শীর্ষ নেতা কিম জং উন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের তদারকি করেননি। ক্ষমতাসীন কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান পাক জং-চনের মতে, তার দেশ “ব্যবহারিক ভিত্তিতে” পারমাণবিক শক্তিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। তিনি বলেছেন, “এটি যুদ্ধ প্রতিরোধক চর্চার একটি সম্প্রসারণ এবং বিভিন্ন কৌশলগত আক্রমণাত্মক উপায়ের নির্ভরযোগ্যতা ক্রমাগত পরীক্ষা করার এবং শত্রুদের উপর তাদের ক্ষমতার ছাপ ফেলার জন্য আরও দায়িত্বশীলতার সঙ্গে এটি অনুশীলনের একটি কাজ।”  গত সপ্তাহের স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার চালানোর পর এটাই সর্বশেষ উৎক্ষেপণ।  এই ক্ষেপণাস্ত্রে  ব্যবহার করা হয়েছে   হাইপারসনিক প্রযুক্তি, যা পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 

APEC বৈঠকের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাশিত শীর্ষ সম্মেলনের মাত্র কয়েক ঘন্টা আগে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ট্রাম্পের এই সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে। তবে ট্রাম্প কিম জং উনের  সঙ্গে সম্ভাব্য বৈঠকের ব্যাপারে খোলাখুলিভাবে কথা বলার পরও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন যে এই ধরনের বৈঠকের সম্ভাবনা কম। ২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে কিমের পারমাণবিক আলোচনা  ভেস্তে যাওয়ার পর থেকে উত্তর কোরিয়া ওয়াশিংটন এবং সিউল উভয়ের  সঙ্গেই আলোচনা প্রত্যাখ্যান করেছে। 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পাগলামি করতে করতে ক্লান্ত, অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

নামেই হয়েছে যুদ্ধবিরতি চুক্তি, গাজায় ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৬৯ হাজার

এক রাতে ইউক্রেনে ৫০৩ বার হামলা চালাল রাশিয়া

ট্রাম্পের বন্দিশালা থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন ৬৪ বছর বয়সী বাংলাদেশি মাসুমা খান

‘যুদ্ধের জন্য তৈরি’, পাকিস্তানকে হুমকি আফগানিস্তানের তালিবান সরকারের

‘কালমায়েগি’ তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফাং-ওং’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ