এই মুহূর্তে




গল্প নয় সত্যি, মহাকাশে পাড়ি দিল চার কালো ইঁদুর, কারা পাঠালো?

আন্তর্জাতিক ডেস্ক : চিনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে সফল উৎক্ষেপণ হয়েছে শেনঝৌ-২১’ মহাকাশযানের। ‘লং মার্চ-২এফ’ রকেটের সাহায্যে এই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। মহাকাশে মানুষ যাওয়া নতুন নয়, কিন্তু এই মিশনে নতুনত্ব রয়েছে। মহাকাশচারীদের সঙ্গে ইঁদুরদেরও পাঠানো হয়েছে মাহাকাশে। অবাক লাগলেও এটাই সত্যি। চিনের থেকে মহাকাশে যাওয়া শেনঝৌ-২১’ মহাকাশযানে রয়েছে ৪টি কালো ইঁদুর। চিন এই প্রথমবার কোনও ছোট স্তন্যপায়ী প্রাণীকে পাঠাল মহাকাশে।

কিন্তু কেন ছোট স্তন্য়পায়ী প্রাণীকে পাঠানো হল মহাকাশে? জানা গিয়েছে, পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রাণীদের প্রজনন প্রক্রিয়া বিষয়ে পরীক্ষা করার জন্যই ইঁদুরগুলোকে পাঠানো হয়েছে। ইঁদুর গুলোর মধ্যে ২টি পুরুষ ও ২টি নারী রয়েছে। ৩০০ ইঁদুরের মধ্যে বাছাই করে তাঁদের পাঠানো হয়েছে। ২ মাস ধরে ৩০০ ইঁদুরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহাকাশে যাওযার পরে তাঁদের মধ্যে কী কী পরিবর্তন আসে সবটাই জানতে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রজনন প্রক্রিয়া সম্পর্কেও জানতে চায় চিন। ২০২২ সালে স্থায়ীভাবে বসবাসের জন্য গড়ে ওঠা চিনের মহাকাশ স্টেশনের মানববাহী মিশন এই নিয়ে সপ্তম। এবার প্রথম মহাকাশে পা রেখেছেন ৩২ বছরের উ ফেই। তিনজন মহাকাশচারী এবার গিয়েছেন। তারমধ্যে সবথেকে কমবয়সী উ ফেই। তাঁর সঙ্গে রয়েছেন ঝাং হংঝাং (৩৯) ও ঝাং লু (৪৮)। উ ফেই ও ঝাং হংঝাং এই মহাকাশা কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছিলেন। এই মিশনে কমান্ডারের ভূমিকায় রয়েছে সবচেয়ে বড় ঝাং লু । এবারই প্রথম নয়, এর আগে ২০২২ সালে  ‘শেনঝৌ-১৫’ অভিযানে গিয়েছিলেন তিনি।

মাহাকাশে পৌঁছে শেনঝৌ-২০-র কাছ থেকে দায়িত্ব নেবেন শেনঝৌ-২১ অভিযানের মহাকাশচারীরা। ৬ মাসের বেশি সময় ধরে তিয়ানগং নামে চিনা মহাকাশ স্টেশনে রয়েছেন শেনঝৌ-২০-র মহাকাশচারীরা। দায়িত্ব তুলে দিয়ে তাঁরা ফিরবেন পৃথিবীর বুকে। জানা গিয়েছে চিনের এই শেনঝৌ সিরিজের মহাকাশযানগুলো নিয়ে ৩ জন মহাকাশচারী ৬ মাস মহাকাশে থাকেন। তারপরে নতুন করে যাঁরা যাঁরা যান, দায়িত্ব তুলে দিয়ে ফিরে আসেন। এখন শুধু অভিজ্ঞরা বা বয়স্করাই যাচ্ছে তা নয়, নতুন অর্থাৎ তরুণ প্রজন্মও এখন সুযোগ পাচ্ছে এই কাজে।

উল্লেখ্য, মহাকাশে দুটি স্টেশন রয়েছে। একটি আইএনএস। এটিকে পরিচালনা করে আমেরিকা ও রাশিয়া। অন্য আর একটি স্টেশন তিয়ানগং। ৬ মাস অন্তর অন্তর মহাকাশ স্টেশনে মহাকাশচারী বদল করে চিন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

দেশে ফিরতে চাওয়া খেলোয়াড়দের পাকিস্তানে থেকে যাওয়ার জন্য হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

দিল্লিতে ফের বিস্ফোরণ, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

নিরাপত্তার কারণে পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সিরিজ ঘিরে উঠছে প্রশ্ন

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জর্জিয়ায় ভেঙে পড়েছিল তুরস্ক সেনার কার্গো বিমান, নিহত ২০ জওয়ান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ