এই মুহূর্তে




আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছ থেকে হাসিনার দলের প্রতীক নিয়ে বিপাকে ইউনূসের উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ আলজেরিয়ার রাষ্ট্রদূতের থেকে আওয়ামি লিগের উপহার নিয়ে বিপাকে পড়লেন মোল্লা ইউনূসের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান। ফুসবুকে একটি পোস্ট করে জানতে চাইলেন, এই উপহার নিয়ে তিনি কী করবেন? এ নিয়ে এখন বাংলাদেশের রাজনীতিতে রণক্ষেত্র শুরু হয়েছে। আসলে সম্প্রতি আলজেরিয়া বিপ্লবের ৭১ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খানকে একটি নৌকা উপহার দিয়েছিলেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। আপাত দৃষ্টিতে, এই ‘নৌকো’ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রতীক। তাই বিরোধী দলের এই প্রতীকী উপহার নিয়ে কী করবেন তিনি, সেটাই এখন ভাবাচ্ছে ফাওজুল কবির খানকে।

ইতিমধ্যেই এই ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জোর তরজা শুরু হয়েছে। গতকাল (১ নভেম্বর) থেকেই এই নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যদিও পরে ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা করেছেন উপদেষ্টা নিজেই। পাশাপাশি এ উপহার নিয়ে তিনি কী করবেন, সেটাও জানতে চেয়েছেন। এদিন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে, প্রধান অতিথি হিসেবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত: আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই” (ফেসবুক অপরিবর্তিত)।

এরপর তিনি ব্যবহারকারীদের কাছে পরামর্শ চেয়ে আরও লেখেন, ‘এখন যদি আমি এটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাই, তাহলে এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে। তবে আমি এটি সরকারি তোষাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়, তবুও শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি, অথবা নিজে রেখে দিতে পারি। আপনারাই বলুন কী করব? পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব।’ প্রসঙ্গত, শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকার আলজেরিয়া দূতাবাস ১৯৫৪ সালের গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে বলুন’, ঢাকায় ভারতীয় দূতকে ডেকে ধমক ইউনূস সরকারের  

বাংলাদেশের মাটিতে ৬০ জঙ্গি শিবির চালাচ্ছেন মাসুদ আজহার, অর্থ জোগাচ্ছেন ইউনূসের ছোট কন্যা

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জর্জিয়ায় ভেঙে পড়েছিল তুরস্ক সেনার কার্গো বিমান, নিহত ২০ জওয়ান

হিরো আলমের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি

উঠেছে বড় অভিযোগ, গ্রেফতার দক্ষিণ কোরিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ