এই মুহূর্তে




মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু পাঁচ জনের




আন্তর্জাতিক ডেস্ক: ফের ভয়াবহ দু্র্ঘটনা আকাশে। মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন। গতকাল শনিবার (১৭ মে) ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে ওই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা খাওয়ার পরে দুটি হেলিকপ্টারই ধ্বংস হয়ে গিয়েছে। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা ফিনল্যান্ড ও এস্তোনিয়া সরকারের বিমান পরিবহণ মন্ত্রকের তরফে তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, এদিন কোকেমাকির পাইকাজারভি ফ্লাইট সেন্টারে একটি বিমান চলাচল সংক্রন্ত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এস্তোনিয়ার পাঁচ ব্যবসায়ী।  এস্তোনিয়ার রাজধানী তাল্লিন থেকে দুটি বিদেশি মালিকানাধীন সংস্থার হেলিকপ্টারে সওয়ার হয়েছিলেন।  একটিতে তিন জন এং অন্যটিতে দু’জন যাত্রী ছিলেন। ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে মাঝ আকাশেই সংঘর্ষ হয় হেলিকপ্টার দুটির। ওই সংঘর্ষের পরেই একটি হেলিকপ্টার পাথরের মতো দ্রুত বেগে নিচের দিকে নেমে আসতে থাকে। অন্য হেলিকপ্টারটিও ধীর গতিতে নিচে নেম আসে। দুটি হেলিকপ্টারই জঙ্গল ঘেরা এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিন্তু ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, দুটি হেলিকপ্টারে থাকা কেউ আর বেঁচে নেয়। দুর্ঘটনার পরেই ইউরা বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

প্রসঙ্গত গত বছরের ২৩ এপ্রিল মহড়ার সময়ে মালয়েশিয়ার লুমাত শহরে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের ফলে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১০ জন।  তার পরে গত বছরর ডিসেম্বরে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইসপার্টাতে মহড়ার সময়ে মাঝ আকাশে দুটি সামরিক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ সেনাকর্মীর মৃত্যু হয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোয় ‘গডফাদার’ ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর

ইরানের ৩ পরমাণু ঘাঁটিতে হামলা আমরিকার, তৃতীয় বিশ্বযুদ্ধের রণদুন্দুভি বাজালেন ‘খ্যাপাটে’ ট্রাম্প

ইরানকে পরমাণু কর্মসূচিতে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন

ব্রাজিলে এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু, আহত ১৩

৯ দিনে ইজরায়েলি হামলায় নিহত কত? সরকারিভাবে জানাল খামেনি সরকার

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ