27ºc, Haze
Saturday, 2nd July, 2022 7:02 am
আন্তর্জাতিক ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াই করতে গেলে দরকার টিকা। বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে কম-বেশি সব দেশ টিকার ওপর জোর দিচ্ছে। আর উত্তর কোরিয়া চলছে ঠিক উল্টো পথে। এই ভাইরাসে আক্রান্তের চিকিৎসা চলছে আদা, চা আর উইলো পাতার জল। এমনই চক্ষু চড়ক গাছে তোলা খবর প্রকাশ করেছে বিবিসি।
বিবিসি তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়া দেশবাসীকে গতানুগতিক কিছু ট্যাবলেট দিচ্ছে। এই সব ট্যাবলেটে সাধারণভাবে জ্বরে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। উত্তর কোরিয়ার স্বাস্থ্য দফতরের শীর্ষকর্তারা মনে করছেন, আদা-চা- উইলো পাতার জল খাইয়ে করোনায় আক্রান্তকে সুস্থ করে তোলা সম্ভব হবে।
বিস্ময়ের খবর আরও আছে। করোনায় যারা গুরুতর অসুস্থ নন, তাদের জন্য ক্ষমতাসীন দলের মুখপাত্র রোদং সিমনান কিছু পরামর্শ দিয়েছেন। তাঁর স্থির বিশ্বাস এই পরামর্শ মানলে করোনা আর ভ্যানিস হয়ে যাবে। সেই পরামর্শের মধ্যে রয়েছ আদা কিংবা হানিসাকল চা এবং উইলো পাতা মেশানো জল। তাদের মতে, গরম জল গলাব্যথা ও কাশির মতো কিছু কোভিড উপসর্গ সারাতে পারে। আদা ও উইলো পাতা শরীরের প্রদাহ বন্ধে কাজ করে এবং ব্যথা কমায়। তবে এগুলোর মধ্য দিয়ে করোনাভাইরাস মোকাবিলা করা যায় না।
উত্তর কোরিয়ার সরকারি প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এক দম্পতি যা বলেছেন, তা পড়ে কেউ অজ্ঞান হলে অবাক হওয়ার কিছু থাকবে না। দম্পতি জানিয়েছেন, সকালে-বিকেলে গরম জলে নুন মিশিয়ে গার্গল করার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন করোনায় সুস্থ লক্ষাধিক, উত্তর কোরিয়ার দাবিতে তাজ্জব বিশ্ব স্বাস্থ্য সংস্থা