-273ºc,
Friday, 2nd June, 2023 3:20 am
নিজস্ব প্রতিনিধি: ফের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কালো মেঘ। মাইক্রোসফট, মেটার পরে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটার সিদ্ধান্ত নিল তথ্য প্রযুক্তি পরিষেবা সংস্থা অ্যাকসেঞ্চার। আজ বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আর্থিক অনিশ্চয়তার কারণে ১৯ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অর্থাৎ সংস্থায় কর্মরত মোট জনশক্তির আড়াই শতাংশ ফের বেকার হতে চলেছেন। তবে কোন-কোন দেশে কর্মরত কর্মীরা ছাঁটাইয়ের মুখে পড়বেন তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
বিশ্বজুড়ে আর্থিক মন্দার পদধ্বনির ইঙ্গিত পেয়েই কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অ্যামাজন, ম্যাকডোনাল্ডস, মেটা, টুইটার, গুগল, মাইক্রোসফট, সাপ সহ একাধিক বহুজাতিক সংস্থা। দুদিন আগেই নতুন করে ৯ হাজারের বেশি কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের কথা জানিয়েছিলেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জাসসি। আর তার ৪৮ ঘন্টার মধ্যে এক সঙ্গে ১৯ হাজার কর্মীকে তাড়ানোর কথা ঘোষণা করল বিশ্বের অন্যতম নামী তথ্য-প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার।
কর্মী তাড়ানোর পাশাপাশি চলতি ত্রৈমাসিকে আয় কমতে চলেছে বলেও সংস্থার পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৬ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে ১৬ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় হতে পারে সংস্থার শীর্ষ কর্তাদের অনুমান। আর আয় কমার ফলে মুনাফাও কমতে চলেছে বলে স্বীকার করে নিয়েছেন অ্যাকসেঞ্চারের এক শীর্ষ কর্তা। মার্কিন শীর্ষ ব্যাঙ্কের পক্ষ থেকে সুদের হার বাড়ানোর ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যেই ১৯ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল অ্যাকসেঞ্চার।