নিজস্ব প্রতিনিধি, প্যারিস: নাইজারে ফরাসি রাষ্ট্রদূত-সহ দূতাবাসের সব কর্মীদের ‘বন্দি’ বানিয়েছে সামরিক জুন্টা সরকার। শুক্রবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। যদিও নাইজারে কর্মরত রাষ্ট্রদূত ও অন্যান্য দূতাবাস কর্মীদের দেশে ফেরানো নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, তা স্পষ্ট করে জানাননি ফরাসি প্রেসিডেন্ট।
গত জুলাইতে আফ্রিকান দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান সংগঠিত হয়। নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। যদিও সেনা অভ্যুত্থানের কড়া নিন্দা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়ে দিয়েছিলেন, সামরিক জুন্টা সরকারের সঙ্গে কোনও রকম সম্পর্ক তৈরি করবে না ফ্রান্স। তার পরেই নাইজারের রাজধানী নিমায়ে নিয়োগপ্রাপ্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভান ইত্তেকে দেশ ছাড়ার নির্দেশ দেয় জুন্টা সরকার। তাঁর ভিসা প্রত্যাহার করে নেওয়া হয়। পুলিশকে নির্দেশ দেওয়া হয়, দেশ থেকে যেন ইত্তেকে বের করে দেওয়া হয়।
যদিও ইত্তেকে নাইজার থেকে ফেরত আনতে অস্বীকার করেন ফরাসি প্রেসিডেন্ট। পাল্টা জানিয়ে দেন, ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকেই বৈধ প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়ে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে। তার পরেই ফরাসি দূতাবাসকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে জুন্টা সরকার। দুতাবাসের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না ফরাসি দূতাবাসের কোনও কর্মী-আধিকারিককে। ফরাসি রাষ্ট্রদূতকে ‘বন্দি’ করার প্রতিশোধ হিসেবে নাইজারের সঙ্গে ভিসা সম্পর্ক স্থগিত রাখার কথা ঘোষণা করেছে ম্যাক্রোঁ প্রশাসন। অর্থাৎ নাইজারের কোনও নাগরিককে ভিসা দেবে না ফ্রান্স।