এই মুহূর্তে




২০০৬ সালের পর জন্ম নেওয়াদের‌ জন্য আজীবন ধূমপান নিষিদ্ধ, যুগান্তকারী পদক্ষেপ মলদ্বীপ সরকারের

আন্তর্জাতিক ডেস্ক: ধূমপান রুখতে মলদ্বীপ সরকার নিল বড় পদক্ষেপ। যুবসমাজের ধূমপান সম্পর্কে নিয়ে আসা হল নতুন নিয়ম। যুবসমাজের জন্য শনিবার থেকে মালদ্বীপে তামাকের উপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জানানো হয়েছে, মলদ্বীপে ২০০৭ সালের জানুয়ারি মাস বা তার পরে যাঁরা জন্মেছেন তাঁর আর করতে পারবেন না ধূমপান। এমনকি প্রাপ্তবয়স্ক হলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মালদ্বীপ এখন বিশ্বের একমাত্র দেশ যেখানে এই নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। ২০০৭ সালের জানুয়ারী মাসের পরে জন্মগ্রহণকারী যে কোনও ব্যক্তির ক্ষেত্রে এই পদক্ষেপ প্রযোজ্য হবে। নীতিটি এই বছরের শুরুতে রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর সমর্থন পেয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে এই নিষেধাজ্ঞার লক্ষ্য হল “জনস্বাস্থ্য রক্ষা করা এবং তামাকমুক্ত প্রজন্মকে উৎসাহিত করা।” বিবৃতিতে আরও বলা হয়েছ, “নতুন বিধানের অধীনে, ১ জানুয়ারী, ২০০৭ বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মালদ্বীপে তামাকজাত পণ্য কেনা, ব্যবহার করা বা বিক্রি করা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সকল ধরণের তামাকের ক্ষেত্রে প্রযোজ্য এবং খুচরা বিক্রেতাদের বিক্রয়ের আগে বয়স যাচাই করতে হবে।” নির্দেশিকায় বলা হয়েছে,  একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে তামাকজাত পণ্য বিক্রি করলে বিক্রেতাকে জরিমানা দিতে হবে ৩,২০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা। বৈদ্যুতিক সিগারেট বিক্রি করলে জরিমানা হবে ৩২০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা।

এই প্রসঙ্গে উল্লেখ্য, মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি দেশ যেখানে ১,১৯১টি ছোট প্রবাল দ্বীপ রয়েছে যা উত্তর থেকে দক্ষিণে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) বিস্তৃত, নিরক্ষরেখা তার দক্ষিণ প্রবালপ্রাচীরের মধ্য দিয়ে  গিয়েছে। দ্বীপপুঞ্জের এই দেশটি তার বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত। পর্যটকরাও এই ব্যাপক নিষেধাজ্ঞার আওতায় পড়বেন, যার মধ্যে ইলেকট্রনিক সিগারেট এবং ভ্যাপিং পণ্য আমদানি, বিক্রয়, বিতরণ, দখল এবং ব্যবহারও অন্তর্ভুক্ত রয়েছে। জানানো হয়েছে, ইলেকট্রনিক সিগারেট এবং ভ্যাপিং নিষেধাজ্ঞা বয়স নির্বিশেষে সকল ব্যক্তির জন্য প্রযোজ্য। এখনও পর্যন্ত, নিউজিল্যান্ডই প্রথম এবং একমাত্র দেশ যারা ধূমপানের বিরুদ্ধে এই ধরনের আইন প্রণয়ন করেছে, কিন্তু এটি চালু হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে ২০২৩ সালের নভেম্বরে এটি বাতিল করা হয়েছিল। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জর্জিয়ায় ভেঙে পড়েছিল তুরস্ক সেনার কার্গো বিমান, নিহত ২০ জওয়ান

উঠেছে বড় অভিযোগ, গ্রেফতার দক্ষিণ কোরিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান

বোরখা না পরলে মিলবে না চিকিৎসা, নতুন নিদান আফগানিস্তানে

ইসলামাবাদে বিস্ফোরণের পরেই আফগানিস্তানে ফের হামলার হুঙ্কার পাক প্রতিরক্ষামন্ত্রীর

ইসলামাবাদের আদালত চত্বরে বোমা হামলার দায় স্বীকার পাকিস্তানি তালিবানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ