এই মুহূর্তে




ভারতীয় সেনার ভয়ে রাওয়ালপিন্ডি থেকে সরছে পাক সেনার সদর দফতর?




নিজস্ব প্রতিনিধিঃ ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযান একেবারে ঠ্যাং খোড়া করে দিয়েছে পাকিস্তানের। পহেলগাঁও হামলায় ২৬ প্রাণ কাড়ার বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ হামলা চালিয়েছে ভারত। তবে নিরীহ মানুষ নয়, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারত। যাতে পাকিস্তান এবং পাক-অধিকৃত ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে। নিহত হয়েছেন শতাধিক সন্ত্রাসী এবং পাক সেনা। এরপরেই পাকিস্তান লাগাতার ভারতের উপর হামলা চালায়। অবশেষে দুই দেশের রণক্ষেত্র পরিস্থিতিতে ১০ মে যুদ্ধবিরতি চুক্তি হয়। আগামী ১৮ মে পর্যন্ত এটি বহাল থাকবে। এদিকে জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিযুদ্ধ চলছেই। গতকাল ভোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে পাক সন্ত্রাসীগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের তিন জঙ্গী। এখনও গুলির লড়াই চলছে। ভারতের ভয়ে একেবারে জবুথুবু পাকিস্তান। এবার প্রাণে বাঁচতে রাওয়ালপিণ্ডির চাকলালা থেকে ইসলামাবাদে সেনাবাহিনীর জেনারেল হেডকোয়াটার্স স্থানান্তরের কথা ভাবছে পাকিস্তান। দিন কয়েক আগেই পাকিস্তানের বিমানবাহিনী ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ভারত। যাতে পাকিস্তানের দুটি সামরিক বাহিনীর পরিবহন যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এটি দেখা গিয়েছে, চীনা সংস্থা MIZAZVISION এবং ভারতের কাওয়া স্পেসের অন্যান্য স্যাটেলাইট ছবিতে। যেখানে ফুটে উঠেছে যে, পাকিস্তানের বিমানবাহিনী ঘাঁটির ব্যাপক কাঠামোগত ক্ষতি হয়েছে, জ্বালানি ট্রাক এবং গুদামের ছাদ ধ্বংস হয়েছে। এমনকী রানওয়ের কাছে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতেও দেখা গিয়েছে। এর আগে, খবর পাওয়া গিয়েছিল যে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে রাওয়ালপিন্ডিতে জেনারেল সদর দফতরের অভ্যন্তরে একটি সুরক্ষিত বাঙ্কারে স্থানান্তরিত করা হয়েছিল। এখন শোনা যাচ্ছে, হামলার পর পাকিস্তান তাদের অপারেশনাল ঘাঁটি স্থানান্তরের পরিকল্পনা করছে।

কৌশলগত নূর খান বিমানঘাঁটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত অত্যন্ত সংবেদনশীল সামরিক কম্পাউন্ড হিসেবে কাজ করে। এখানেই রয়েছে চাককারা, যেটি একাধিক পরিবহন স্কোয়াড্রন, আকাশে জ্বালানি ভরার ইউনিট এবং ভবিষ্যতের বিমান বাহিনীর নেতাদের প্রশিক্ষণ ক্ষেত্র PFF কলেজ। এছাড়াও রয়েছে পাকিস্তান বিমান বাহিনীর নজরদারি ব্যবস্থা, আইএল-৭৮ রিফিউয়েলিং বিমান এবং সি-১৩০ ট্রান্সপোর্টারের মতো গুরুত্বপূর্ণ সম্পদ। এমনকী এখানে ১৭০ বা তার বেশি ওয়ারহেড রয়েছে। এই ওয়ারহেডগুলি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই ভারতের ১১টি পাকিস্তানি বিমানঘাঁটিতে ব্রহ্মোস, হ্যামার এবং স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে এবার চাকলালা থেকে ইসলামাবাদে সেনাবাহিনীর ঘাঁটি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। নূর খান ঘাঁটিতে হামলাকে দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মোড় হিসেবে দেখা হচ্ছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরান-ইজরায়েল সঙ্ঘাত বন্ধে ফের মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া

বাড়ছে হতাহতের সংখ্যা, চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করল ইরান

খামেনির দশা হবে সাদ্দাম হুসেনের থেকেও খারাপ, হুঙ্কার ইজরায়েলের

খামেনি ঘনিষ্ঠ শীর্ষ সেনা কর্তা আলি সাদিমানিকে নিকেশ করল ইজরায়েল

আই ফোনের ব্যবসায়  ধাক্কা দিতে স্মার্টফোন আনছেন ট্রাম্প, কবে আসছে?

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্লাবে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ