-273ºc,
Friday, 2nd June, 2023 4:50 am
নিজস্ব প্রতিনিধি: শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পোপ ফ্রান্সিসকে (Pope Francis)। তিন দিন হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন থাকার পর ছাড়া পান তিনি। শনিবার হাসপাতাল থেকে বেরিয়ে মজার ছলে উপস্থিত মানুষজন এবং সাংবাদিকদেরকে পোপ বলেন, ‘আমি এখনও বেঁচে আছি’।
প্রসঙ্গত গত সপ্তাহের মাঝামাঝি সময়ে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে ইতালির রোমে একটি হাসপাতালে ভর্তি করা হয় পোপ ফ্রান্সিসকে। চিকিৎসকরা পরীক্ষার পরে জানতে পারেন ব্রঙ্কাইটিস হয়েছে পোপের। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক তাঁকে অ্যান্টিবায়োটিক গ্রহণের পরামর্শ দেন। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
শনিবার হাসপাতাল থেকে বেরিয়ে ৮৬ বছর বয়সী ধর্মগুরু হাসপাতালের বাইরে অবস্থানরত সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের বলেন, ‘আমি ভীত ছিলাম না, আমি বেঁচে আছি।’ এদিন তিনি আরও জানান সেন্ট পিটার্স স্কোয়ারে নির্ধারিত ‘পাম সানডে’ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। উল্লেখ্য মাত্র ২১ বছর বয়সে ডান পাশের ফুসফুস হারান পোপ ফ্রান্সিস। ২০১৪ সালে পাকস্থলীর সমস্যায় ভুগেছিলেন। এ ছাড়া হিপের সমস্যায় ভুগে থাকেন খ্রিস্টীয় যাজক।