এই মুহূর্তে




ইন্দোনেশিয়ার পরে ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক




নিজস্ব প্রতিনিধিঃ ইন্দোনেশিয়ার পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কের মধ্যাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.২। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের মধ্য আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত কেনিয়া প্রদেশে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের পরপরই তুরস্কে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের প্রভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক বাসিন্দা তাঁদের ঘর থেকে বেরিয়ে যান। তবে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। AFAD এবং স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উদ্ধারকারী দলগুলিকে সতর্ক রাখা হয়েছে। যেকোনও জরুরি অবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে আজ সকালে ইন্দোনেশিয়াতেও ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ মে) সকালে দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, জাকার্তা সময় সকাল ৭টা ৫০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালুকু বারাত দায়া রিজেন্সি থেকে ১৮৯ কিলোমিটার (১১৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা সমুদ্রতলের ৫১৫ কিলোমিটার (৩২০ মাইল) নিচে রেকর্ড করা হয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর পাশে অবস্থিত ইন্দোনেশিয়ায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এটি ইন্দোনেশিয়াকে বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্পের দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, এতে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, তুর্কি একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল. এখানে মাঝে মাঝে ভূমিকম্প হতে থাকে। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭.৮ মাত্রার এক বিশাল ভূমিকম্প আঘাত হানে। কয়েক ঘন্টা ভূমিকম্পে দেশের ১১টি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব প্রদেশ মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। এই দুটি ভূমিকম্পে ৫৩,০০০ এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং লক্ষ লক্ষ ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এটি প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলেও প্রভাব ফেলেছিল, যেখানে প্রায় ৬,০০০ মানুষ মারা গিয়েছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ। এই ভূমিকম্পের ফলে মালাতিয়া, সানলিউরফা, ওসমানিয়ে এবং দিয়ারবাকির সহ ১১টি প্রদেশে ধ্বংসযজ্ঞ ঘটে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাম্পেরর ওপর গোঁসা করে ইজরায়েলে মুহূর্মুহূ আক্রমণ খামেনির

‘প্রত্যেক আমেরিকান আমাদের লক্ষ্যবস্তু’, মার্কিন হামলার পর ইরানি গণমাধ্যমের বড়সড় সতর্কবার্তা

ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোয় ‘গডফাদার’ ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর

ইরানের ৩ পরমাণু ঘাঁটিতে হামলা আমরিকার, তৃতীয় বিশ্বযুদ্ধের রণদুন্দুভি বাজালেন ‘খ্যাপাটে’ ট্রাম্প

ইরানকে পরমাণু কর্মসূচিতে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন

ব্রাজিলে এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু, আহত ১৩

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ