28ºc, Haze
Friday, 24th March, 2023 8:41 pm
নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (Silicon Valley Bank) ঝাঁপ বন্ধ হল। শুক্রবার ক্যালিফোর্নিয়ার ব্যাঙ্কিং নিয়ন্ত্রনকারী সংস্থা বন্ধ করে দেয় ব্যাঙ্কটি। ২০০৮ সালে বিশ্বব্যাপী আর্থিক সঙ্কটের পর খুচরা ব্যাঙ্কিং এর ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় ব্যর্থতা।
শুক্রবার ব্যাঙ্কটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্যাঙ্কটির গ্রাহকরা। ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রভাব পড়েছে শেয়ার মার্কেটেও। বড় ধরণের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সিলিকন ভ্যালি ব্যাঙ্ক আমেরিকার ১৬তম বৃহত্তম ব্যাঙ্ক ছিল।
গত বুধবার ব্যাঙ্কটির বন্ধের উপক্রম হয়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, লোকসানের কারণে বড় সংখ্যক শেয়ার বিক্রি করা হয়েছে। এমনকি এও বলা হয়, ব্যালেন্স শিটে ঘাটতি মোকাবিলায় নতুন করে আরও ২২৫ কোটি ডলারের শেয়ার বিক্রি করা হতে পারে। এরপরই ভেনচার ক্যাপিটাল কোম্পানিগুলোর মাঝে তোড়জোড় দেখা দেয়। এসব কোম্পানি আগেই ব্যাঙ্কটি থেকে এর গ্রাহকদের অর্থ তুলে নেওয়ার পরামর্শ দিয়েছিল।