এই মুহূর্তে




৪৩ বছর ধরে কারাবন্দি ভারতীয় বংশোদ্ভূতর নির্বাসন স্থগিত করল মার্কিন আদালত

নিজস্ব প্রতিনিধি: অভিবাসন বিভাগকে ভারতীয় বংশোদ্ভূত সুব্রহ্মণ্যম ভেদামের নির্বাসন স্থগিত করার নির্দেশ দিয়েছে দুটি মার্কিন আদালত। তিনি খুনের অভিযোগে ৪০ বছরেরও বেশি সময় ধরে কারাগারে ছিলেন। সম্প্রতি তা খারিজ করা হয়েছে। সুব্রহ্মণ্যম ভেদামের বয়স ৬৪ বছর। পরিবারের কাছে তিনি পরিচিত ‘সুবু’। এই মুহূর্তে তিনি আটক রয়েছেন লুইসিয়ানার একটি আটক কেন্দ্রে। গত সপ্তাহে, একজন অভিবাসন বিষয়ক বিচারক সুব্রহ্মণ্যম মামলা পর্যালোচনা করা হবে কিনা তা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বহিষ্কার স্থগিত রেখেছিলেন। এই প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে। পেনসিলভানিয়ার একটি জেলা আদালতও একই দিনে তাঁর বহিষ্কার স্থগিত করেছিলেন।

৯ মাস বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন ভেদাম। ১৯৮০ সালে মার্কিন বাসিন্দা থমাস কিনসারকে হত্যা করা হয়। অভিযোগের আঙুল ওঠে ভেদামের দিকে। ১৯৮২ সালে তাঁকে গ্রেফতার করা হয়। ১৯ বছর বয়সী কিনসার ১৯৮০ সালের ডিসেম্বরে নিখোঁজ হন। নয় মাস পর জঙ্গলে তার মৃতদেহ পাওয়া যায়। ভেদামই ছিল একমাত্র ব্যক্তি যার সঙ্গে কিনসারের শেষ দেখা হয়েছিল। এই সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা ভেদামকেও মাদকের অভিযোগে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়েছিল।

১৯৮৩ সালে ভেদামকে দোষী সাব্যস্ত করা হয় এবং প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মাদক সংক্রান্ত অপরাধের জন্য তাকে আড়াই থেকে পাঁচ বছরের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়। তাঁর আইনজীবীরা দাবি করেন যে ভেদামকে দোষী সাব্যস্ত করা হয়েছে সার্কামস্টানশিয়াল অর্থাৎ পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে। কোনও সাক্ষী, উদ্দেশ্য প্রমাণ ছাড়াই এই কারাদণ্ড দেওয়া হয়। বছরের পর বছর ধরে, সুব্রহ্মণ্যমের পরিবার তাকে নির্দোষ প্রমাণ করার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পেনসিলভানিয়ার কারাগারে ভেদাম তিনটি ডিগ্রি অর্জন করেছেন। একজন শিক্ষক হয়েছেন এবং অনেক বন্দিকে লেখাপড়াও শিখিয়েছেন। ভেদামের বাবা মারা যান ২০০৯ সালে, মাময়ের মৃত্যু হয় ২০১৬ সালে। ৪৩ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি থাকার পর ৩ অক্টোবর  ভারতীয় বংশোদ্ভূত সুব্রহ্মণ্যম ভেদামে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে, তারপরেই ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) তাকে হেফাজতে নিয়ে নির্বাসিত করতে চায়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে যে হত্যা মামলার প্রত্যাহার মাদক অপরাধের দোষী সাব্যস্ততা বাতিল করে না। ভেদামের বোন এবং আইনজীবীরা এর পরিপ্রেক্ষিতে যুক্তি দিয়েছেন যে চার দশকেরও বেশি সময় ধরে তার অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এই শাস্তি তো মাদক অভিযোগের শাস্তির থেকে অনেক বেশি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মায়ানমারের রাখাইনে অতর্কিতে হামলা আরাকান আর্মির, মৃত ৩০ জন জান্তা সেনা

সৌদি যুবরাজের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন ট্রাম্পের, অতিথি এলন মাস্ক-রোনাল্ডো-অ্যাপলের সিইও

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইজরায়েলি ড্রোন হামলায় নিহত ১৩, আহত বহু

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ