এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আপনি কি কেষ্ট’র হাত ধরে চাকরি পেয়েছেন, পেলে সাবধান

নিজস্ব প্রতিনিধি: আপনি বীরভূমের বাসিন্দা হোন কী বর্ধমানের, কোচবিহারের লোক হন কী কাকদ্বীপের, এইসব কিছুই শোনা হবে না। কিন্তু আপনি যদি কেষ্টকে(Anubrata Mondol) ঘুষ দিয়ে সরকারি চাকরি বাগিয়ে থাকেন তো সাবধান। কেননা আপনার মতো পাবলিকদেরই এখন খোঁজা শুরু করে দিয়েছে ইডি, মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের(ED) আধিকারিকেরা। ইতিমধ্যেই কিন্তু তাঁদের হাতে বেশ কিছু নামের তালিকা চলে এসেছে। সেই নামের চাকরিপ্রাপকেরা নাকি কোনওরকম চাকরির পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি বাগিয়ে বসে আছেন। আবার কেউ কেউ চাকরির পরীক্ষা দিলেও মেধা তালিনায় নিজের নামটাও তুলতে পারেননি, কিন্তু চাকরিটি পেয়ে গিয়েছেন। এইসব পাবলিকদেরই(Public) এখন খুঁজছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা জেনেছেন যে কেষ্ট’র হাত ধরে বীরভূম(Birbhum), দুই বর্ধমান, মুর্শিদাবাদ(Murshidabad), নদিয়া, কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু চাকরিপ্রার্থী রাজ্যের নানা স্কুল ও সরকারি দফতরে চাকরি পেয়ে গিয়েছেন। এবার এদেরই খোঁজার পালা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন বারুইপুরে দুই বন্ধু খুনের ঘটনায় গ্রেফতার এক

রাজ্যের নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে ইডি’র আধিকারিকেরা জানতে পেরেছেন, বাংলার সব জেলা থেকেই প্রার্থীদের নামের তালিকা এসেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের কাছে। সেই তালিকার মধ্যে ছিল কেষ্ট’র পাঠানো তালিকাও। সেই তালিকায় কোনও নির্দিষ্ট একটি জেলার চাকরিপ্রার্থীদের নাম ছিল। সেই সম্পর্কিত নথিও চলে এসেছে ইডির হাতে। সেই নথি দেখে দেখে তাঁরা এবার সেই সব চাকরিপ্রার্থীদের চিহ্নিত করতে চাইছেন যারা কেষ্টকে ঘুষ দিয়ে সরকারি চাকরি বাগিয়ে বসে আছেন। যদিও ঘুষের টাকা কেষ্ট একা খেয়েছেন এমন দাবি করছেন না ইডির আধিকারিকেরা। বরঞ্চ তাঁদের দাবি, সেই টাকার একটা বড় অংশই গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের হাত ধরে কোনও এক প্রভাবশালীর কাছে। ইডির দাবি, বীরভূম জেলার স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অনেকেই কেষ্ট’র হাত ধরে চাকরি পেয়েছেন। আপাতত যে সব তথ্য তদন্তকারীদের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে, স্কুল ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি সরকারি দফতরে নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকাকে পাত্তা না দিয়ে অনুত্তীর্ণদের সুযোগ দেওয়া হয়েছে যাঁরা বীরভূম, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত।

আরও পড়ুন বঙ্গ বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ, পথে তৃণমূল মহিলা কংগ্রেস

শুধু সরকারি ক্ষেত্রই নয়, বীরভূম, দুই বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন বেসরকারি ব্যাঙ্ক সহ নানা আর্থিক প্রতিষ্ঠানে নিজের পছন্দের লোককে চাকরিতে ঢুকিয়ে দিয়েছেন কেষ্ট। গোরু পাচারের কালো টাকা ব্যাঙ্কে যাতে রাখা যায় এবং তা যাতে প্রকাশ্যে না আসে, সেজন্যই তাঁর পছন্দসই ব্যক্তিদের সেখানে চাকরি পেতে সাহায্য  করেছেন বলে অভিযোগ। এই সব ব্যক্তির থেকে চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি কত টাকা নিয়েছিলেন, তারও খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা। এর পাশাপাশি ইডির আধিকারিকেরা এখন খোঁজ নিয়ে দেখছেন বাংলা বাদ দিয়ে দেশের আর কোন কোন রাজ্যে কেষ্ট’র কালো টাকা বা সম্পত্তি লুকিয়ে আছে। গোরুপাচার কাণ্ডের তদন্তে নেমে বীরভূমে কেষ্ট’র নামে-বেনামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। তাঁর কন্যার নামে কোম্পানির সন্ধানও পেয়েছে। গোরুপাচার থেকে আসা কালো টাকাতেই এসব সম্পত্তি করা হয়েছে বলে ইডির প্রাথমিক ধারণা। তাঁরা এটাও জেনেছেন, উত্তরপ্রদেশে কেষ্ট কয়েকশো একর জমি কিনেছেন। ঝাড়খণ্ডে ফ্ল্যাট ও বাংলো রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এপ্রিলে মমতার বাংলায় GST আদায় বাড়ল ১৩ শতাংশ

সাতসকালে গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর