এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মহিলা তৃণমূলকর্মীকে গণধর্ষণ, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আরামবাগ(Aarambag Sub Division)। হুগলি জেলার(Hooghly District) অন্যতম মহকুমা। একসময়ের বাম সন্ত্রাসের আঁতুড়ঘর। ৩৪ বছরের বাম রাজত্বে কত বিরোধী দলের নেতাকর্মী খুন হয়েছেন তার ইয়াত্তা নেই। কত মহিলা গণধর্ষণের শিকার হয়েছেন তারও হিসাব নেই। সেই অভিশপ্ত বাম জমানার অবসান ঘটলেও আরামবাগের বুকে এখনও সেই সব বাম হার্মাদরা বহাল তবিয়েতেই রয়ে গিয়েছে। তাঁরাই এখন রাম নাম নিয়ে বিজেপি কর্মী হয়ে গিয়েছে। কিন্তু তাঁদের হার্মাদ সত্ত্বার যে অবসান ঘটেনি সেটা এবার এই লোকসভা নির্বাচনের আবহে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আরামবাগ মহকুমার পুরশুড়া ব্লকের(Purshura Block) চিলাডাঙি গ্রাম পঞ্চায়েত এলাকার এক ঘটনা। সেখানে শুধুমাত্র সক্রিয়ভাবে তৃণমূল করার অপরাধে এক মহিলা তৃণমূলকর্মীকে(TMC Women Worker) গণধর্ষণ(Gangraped) করেছে বিজেপির ৩ কর্মী(3 BJP Workers)। পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে তারা। আর এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃণমূল বাংলার ক্ষমতা হারালে এই হার্মাদরা আবার বাংলার বুকে ঠিক কোন দিন ফিরিয়ে আনবে। যেহেতু বামেরা এখন ক্ষমতা থেকে যোজন যোজন দূরে তাই হার্মাদদের আশ্রয়স্থল এখন হয়ে উঠেছে বিজেপি। এটাও পুরশুড়ার ঘটনায় প্রমাণিত হয়ে গেল।

জানা গিয়েছে, চিলাডাঙি পঞ্চায়েত এলাকায় কয়েকদিন ধরে হরিনাম সংকীর্তন চলছিল। বৃহস্পতিবার শেষ দিন ছিল। এলাকার অল্পবয়সি ছেলেরা প্রথা ও রীতি মেনে ধুলোটে মেতেছিল সেদিন। বিকেলের দিকে নির্যাতিতা তথা ওই মহিলা তৃণমূল কর্মীর অল্পবয়সি ছেলের সঙ্গে পাড়ার একটি ছেলের মারামারি হয়। ঘটনা ঘিরে গৃহবধূর সঙ্গে পাড়ার কয়েকজন যুবকের বচসা হয়। অভিযোগ সেই সময় ওই বধূকে মারধর ও গণধর্ষণ করা হয়। নির্যাতিতার দাবি, শুধুমাত্র সক্রিয়া ভাবে তৃণমূল করার অপরাধে বাচ্চাদের সামান্য মারধরের ঘটনার সুযোগ নিয়ে তাঁকে মারধর ও গণধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সেই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ৩জন বিজেপি কর্মীকে গ্রেফতার(Arrested) করা হয়েছে। নির্যাতিতা মহিলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছেন, ‘আমরা তৃণমূল করি বলে এলাকার বিজেপি কর্মীদের রাগ। নানা ছুতোয় আমাদের উত্ত্যক্ত করা হয়। রাস্তা দিয়ে গেলে শুনিয়ে শুনিয়ে জয় শ্রীরাম বলে। কখনও কখনও গালিগালাজও করে। আগে ওরা সিপিএম করতো, এখন বিজেপি করে।’

নির্যাতিতা জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলেকে মারধরের প্রতিবাদ করতে গিয়েছিলাম। সেই সময় শুভজিৎ মালিক, প্রসেনজিৎ মালিক ও হরেকৃষ্ণ মালিক আমাকে গালিগালাজ করে। চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে অনেকের সামনে দিয়ে বাদাম গাছের জমিতে নিয়ে গিয়ে মারধর করে। গণধর্ষণ করা হয়। দোষীদের উপযুক্ত শাস্তি চাইছি।’ নির্যাতিতার স্বামী জানিয়েছেন, ‘আমরা তৃণমূল করি বলে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা নানাভাবে কটূক্তি করে। পায়ে পা লাগিয়ে ঝগড়ার চেষ্টায় থাকে। বৃহস্পতিবার সামন্য ঘটনাকে কেন্দ্র করে আমার স্ত্রীর ওপর অমানবিক অত্যাচার করা হয়। রাতেই থানায় ৩জনের বিরুদ্ধে অভিযোগ করেছি। দলীয় নেতৃত্বকেও বিষয়টি জানিয়েছি।’ স্থানীয় তৃণমূল নেতা খোকন মল্লিক জানিয়েছেন, ‘খবর পেয়ে রাতেই এলাকায় ছুটে যাই। আক্রান্ত ওই দলীয় কর্মীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আমরা চাই দোষীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নিক। আমাদের দলের একের পর এক কর্মী বিজেপির হাতে আক্রান্ত হচ্ছে। কখনও ভোজালি দিয়ে কোপ মারা হচ্ছে, কখনও আবার গলায় ব্লেড চালিয়ে দিচ্ছে। এবার তৃণমূল করার অপরাধে দলের এক মহিলা কর্মীকে গণধর্ষণ করা হল। ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মোদির সভায় না যেতে কুড়মিদের বার্তা অজিত মাহাতোর, বিপাকে বিজেপি

মমতাকে নিয়ে মন্তব্য করায় অধীরের উপরে চটেছেন খাড়গে

তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গ জুড়ে  ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের  

স্কুল শিক্ষকেরা হতে পারবেন না প্রার্থীর Counting Agent

সল্টলেকের বিভিন্ন প্রবেশ পথে শুরু কেন্দ্রীয় বাহিনীর নাকা তল্লাশি

ধামাখালিতে অস্থায়ী শিবির খুললেন সিবিআই এর আধিকারিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর