এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নিজাম প্যালেসে সিবিআই তলবে হাজিরা ৫ এসএসসি কর্তার

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশন(SSC) বা এসএসসি’র মাধ্যমে রাজ্যের সরকারি বা সরকার পোষিত স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হয়। কিন্তু নবম ও দশম শ্রেনীর শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তার জেরে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। সেই মামলার শুনানির জন্য ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। বৃহস্পতিবার সেই বেঞ্চই নির্দেশ দেয় সিবিআই(CBI) এই ঘটনার তদন্ত করবে। শুক্রবার সেই মর্মে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। ওই নির্দেশেই বিচারপতি সাফ জানিয়ে দেন, চাইলে যে কোনও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। শান্তিপ্রসাদ সিনহা ও এসএসসি’র উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সেই নির্দেশ মেনেই শুক্রবার সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার তরফে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টামণ্ডলীর ৫জন সদস্যকেই নিজাম প্যালেসে(Nijam Palace) তলব করা হয়েছে। ইতিমধ্যেই সেই ৫ কর্তা নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন বলেই জানা গিয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের অধীনে যে সব পদে নিয়োগ করা হয় তার মধ্যে কিছু পদের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় রাজ্য সরকার ২০১৯ সালের ১ নভেম্বর ৫ সদস্যের এক উপদেষ্টা কমিটি গড়ে দিয়েছিল। তাতে ছিলেন শান্তিপ্রসাদ সিনহা, সুকান্ত আচার্য, প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, অলোককুমার সরকার ও তাপস পাঁজা। এদের মধ্যে শান্তিপ্রসাদবাবু মুখ্য উপদেষ্টা হিসাবে কাজ করছিলেন। যে সময়ে এই কমিটি তৈরি হয় তখন সুকান্ত আচার্য ছিলেন তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব। প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি, অলোককুমার সরকার ছিলেন শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর এবং তাপস পাঁজা ছিলেন শিক্ষা দফতরের আইনি অফিসার। এই ৫জনের ভূমিকাই এখন এসএসসি’র একাধিক দুর্নীতি সংক্রান্ত মামলায় আতসকাঁচের নীচে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে একাধিকবার মন্তব্য করেছেন যে এসএসসি’র যাবতীয় দুর্নীতির মাস্টারমাইন্ড শান্তিপ্রসাদ সিনহা। এমনকি তিনি একাধিকবার শান্তিপ্রসাদকে জেরা করার অনুমতিও দিয়েছিলেন সিবিআই আধিকারিকদের। এমনকি প্রয়োজনে তাঁকে নিজেদের হেফাজতে নিয়েও জেরা করতে পারবে সিবিআই, এমন নির্দেশও দেন। যদিও পরে তা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিত করে।

কিন্তু বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ জারি করে তাতে পরিষ্কার যে এই ঘটনার তদন্তে সিবিআই-কে পূর্ণ স্বাধীনতা দিতে চাইছেন বিচারপতি। তিনি তাঁর নির্দেশে স্পষ্ট করে দিয়েছেন, এই মামলার তদন্তে নেমে সিবিআই কাউকে যেন রেয়াত না করে। তবে রাজ্য সরকার(State Government) এদিন স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেনীর শিক্ষক নিয়োগের মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে মামলা ঠুকেছে। সেই মামলা এদিন শুনানি হওয়ার সম্ভাবনা ছিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। কিন্তু এদিন বিচারপতি হরিশ ট্যান্ডন নিজে থেকেই সেই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান। তার জেরে মনে করা হচ্ছে ওই মামলা যেতে পারে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজভবনের ওসির কাছ থেকে  সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার  

RERA’র নির্দেশে সুদে আসলে ২১ লক্ষ টাকা ফেরত পেলেন বৃদ্ধ দম্পতি

এপ্রিলে মমতার বাংলায় GST আদায় বাড়ল ১৩ শতাংশ

সাতসকালে গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর