28ºc, Haze
Monday, 27th March, 2023 9:40 am
নিজস্ব প্রতিনিধি, ভোপাল: রোগী দেখা শুরু করেছিলেন মাত্র দুই টাকা দিয়ে। পরিস্থিতির চাপে দক্ষিণ সামান্য বাড়াতে হয়েছিল। তাও সেটা ধরাছোঁয়ার মধ্যে। দুই টাকার পরিবর্তে সেটা বাড়িয়ে করেন ২০ টাকা। চেম্বার খোলার আগেই রোগীগের লম্বা লাইন পড়ে যায়। এবারের পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় তাঁরও নাম রয়েছে। আসন্ন স্বাধীনতা দিবসে বাকিদের সঙ্গে তিনিও গ্রহণ করবেন পদ্ম সম্মান। পরিচয় করিয়ে দেওয়া যাক এই চিকিৎসকের সঙ্গে।
এই চড়া বাজারে মাত্র ২০ টাকা দিয়ে রোগী দেখেন এমসি দাওয়ার। এলাকাবাসীর কাছে তিনি পরিচিত ক্যাপ্টেন ডাক্তার হিসেবে। ক্যাপ্টেন ডাক্তার আদতে পাক পঞ্জাব প্রদেশের বাসিন্দা। অবিভক্ত স্বাধীন ভারতে ১৯৪৬-য়ের ১৬ জানুয়ারি তাঁর জন্ম। ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। স্বপ্ন দেখতেন দেশসেবার। সেই স্বপ্ন বাস্তবায়িত করতে সেনাবাহিনীর পরীক্ষায় বসেন। সে বছর ৫৩৩ জন পরীক্ষার্থী বাহিনীতে ভর্তি হওয়ার আবেদন করেছিলেন। মাত্র ২৩জন নির্বাচিত হন। আর এমসি দাওয়ার নাম ছিল তালিকায় নয় নম্বরে। ৭১-য়ের যুদ্ধে ভারতীয় সেনার হয়ে লড়াই করেন। বাহিনী থেকে অবসরের পর শুরু করে কর্মজীবনের দ্বিতীয় অধ্যায়। বাড়িতেই খোলেন চেম্বার। মাত্র ২টা দিয়ে শুরু করেন। চেম্বারে রোগীর লম্বা লাইন। বেলা যত চওড়া হয়, ততই রোগীর সংখ্যা বাডতে থাকে। কিছুটা পরিস্থিতির চাপে ২টাকা বাড়িয়ে করেন ২০ টাকা। তাতেও রোগীর ভিড় কমার কোনও লক্ষণ নেই।
পদ্ম সম্মান প্রাপ্তির খবরে শুধু জানালেন, কঠিন পরিশ্রমের স্বীকৃতি।