এই মুহূর্তে




হু হু করে বাড়ছে বিবাহবিচ্ছেদ, বাধ্য হয়ে পেশা বদলাচ্ছে বহু শিল্পী

courtesy google




আন্তর্জাতিক ডেস্ক : চিনে বিয়ে করার সংখ্যা যেমন কমছে, তেমনই বাড়ছে বিবাহবিচ্ছেদ। ২০২৩ সালে তুলনামূলকভাবে বিয়ের সংখ্যা কিছুটা বাড়লেও চলতি বছরে আবার তা হু হু করে কমতে শুরু করেছে। আর তাতেই বদলে যাচ্ছে পেশা! এখন প্রশ্ন উঠতে পারে কীভাবে ? বিয়ের সঙ্গে পেশার কী সম্পর্ক ? এই প্রশ্নের উত্তর হল বিয়ে সংশ্লিষ্ট নানা পেশা থেকে সরতে বাধ্য হচ্ছে মানুষ। কেননা এই পেশাগুলো উপার্জনের একটা খুব ভাল জায়গা বলা যেতে পারে। কিন্তু বিয়ে এইভাবে কমতে থাকলে পকেটে পড়ছে টান। তাই বাধ্য হয়ে পেশা বদলাচ্ছে বিয়েসংশ্লিষ্ট  পেশার মানুষজন।

চিনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে দেশটিতে বিয়ের সংখ্যা বিগত ৩৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে ২০২৩ সালে এই সংখ্যাটা কিছুটা বেড়েছিল বটে, তবে চলতি বছরও সেই অনুপাতে বিয়ের সংখ্যা না বাড়ায়, অর্থনৈতিক দিক থেকে ধাক্কা খাচ্ছে ওয়েডিং ফটোগ্রাফিসহ বিয়েসংশ্লিষ্ট নানা পেশাগুলো। তাই পেশায় বদল দেখা দিয়েছে।

এদিকে বিয়ে সংক্রান্ত নানা পেশায়ও পরিবর্তন হতে শুরু করেছে। চিনের একজন ব্যক্তি হলেন তান মেংমেং। তিনি ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। মধ্য হেনান প্রদেশে ২৮ বছর বয়সী এই ফটোগ্রাফারের স্টুডিও আছে। কিন্তু বিয়ে কমে যাওযায় তাঁর পেশা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন তিনি যারা দাম্পত্য জীবনের ইতি টানতে চান এবং শেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে চান, তাদের ছবি তোলেন।

এই নিয়ে তান মেংমেং জানান, ‘সরকারি অফিসে বিবাহবিচ্ছেদের জন্য দীর্ঘ সারি দেখে আমি আমার কাজের ধরনে পরিবর্তন এনেছি। গত বছর থেকে এখন পর্যন্ত ৩০ দম্পতির বিবাহবিচ্ছেদের আগের মুহূর্তের ছবি তুলেছি। এটিই এখন আমার আয়ের অন্যতম উৎস।’

চিনের জাতীয় পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালে চিনে ১ কোটি ৩০ লক্ষ বিয়ে সম্পন্ন হয়েছিল। ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছিল মাত্র ৭০ লক্ষ। এটি ১৯৮৫ সালে বিয়ে নথিভুক্ত হওয়া বাধ্যতামূলক করার পর থেকে সবেচেয়ে কম সংখ্যা বলা যেতে পারে। গবেষকেরা বলছেন, ২০২৩ সালে বিয়ের সংখ্যা সামান্য বেড়ে ৮০ লক্ষে পৌঁছালেও চলতি বছর(২০২৪)বছর আবার কমতে শুরু করেছে। যদিও বছর শেষে বিয়ের সংখ্যা কতটা কমেছে তা নিয়ে আবার পরিক্ষা নিরিক্ষা করা হবে। সেই অনুযায়ী সঠিক তথ্য দেওয়া হবে।

তবে এবার শুধু বিয়ে করার সংখ্যা কমছে তা নয় পাশাপাশি বাড়ছে বিবাহবিচ্ছেদও। চিনের পরিসংখ্যান দপ্তরের তথ্যমতে, চিনে বিবাহবিচ্ছেদের হারও বাড়ছে উদ্বেগজনকভাবে। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ রেকর্ড ৪৭ লক্ষে পৌঁছেছিল, যা দুই দশক আগের তুলনায় চার গুণ বেশি বলে জানিয়েছে গবেষকরা।

উল্লেখ্য, চিনে অত্যাধিক হারে বিবাহ বিচ্ছেদ নিয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো পেং জিউজিয়ান বলেন, ‘তরুণ প্রজন্ম ব্যক্তি স্বাধীনতা ও পেশাগত উন্নতিকে অগ্রাধিকার দিচ্ছে।তাই অনেকেই মনে করেন শুধু বাধ্যবাধকতার খাতিরে না থেকে বিবাহবিচ্ছেদ অনেক ভালো। তাই তারা সিদ্ধান্ত নেয় বিবাহবিচ্ছেদের।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইজরায়েলি হামলার এক বছর পূর্তি, কোটি কোটি টন ধ্বংসস্তুপ নিয়ে বিপাকে গাজাবাসী

গাজায় ইজরায়েলের হত্যালিলার প্রতিবাদে ওয়াশিংটনের রাস্তায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ফিলিস্তিনি যুবকের

একই বৃন্তে দুইটি কুসুম, বৃষ্টি থেকে বাঁচাতে নামাজ পড়া মুসলিমের মাথায় ছাতা ধরল হিন্দু পুলিশ কর্মী

বিয়ে হয়েছিল 57 বছর আগে, ভিডিও হাতে পেলেন 2024-এ

ড্রোন উড়িয়েই বিশ্ব রেকর্ড ক্যানসার আক্রান্তের

পুলিশকে দেখে খালে ঝাঁপ, ৩ ঘন্টার চেষ্টায় কচুরিপানার ভেতর থেকে আটক ধর্ষণের আসামি

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর