এই মুহূর্তে




সত্যিই কী জোড়া কলা খেলে যমজ সন্তানের জন্ম হয়, বিজ্ঞান কী বলছে?




নিজস্ব প্রতিনিধি: পৌরাণিক যুগ থেকেই অনেক রকমের বিশ্বাস ও ধারণা প্রচলিত আছে। যেগুলো আমাদের কানে একেবারে চিরকালের জন্যে ঢুকিয়ে দেওয়া হয়। ২০২৫ সালে দাঁড়িয়ে এখনও বিশ্বাস করা হয় যে, জোড়া কলা খেলে যমজ সন্তানের জন্ম হয়। বৈজ্ঞানিক ভাষাতেও কী এমনটা প্রচলিত রয়েছে? এমনকী এই ধারণাটি এতটাই প্রচলিত যে, এখনও অনেক পরিবারে অন্তঃসত্ত্বা নারীদের জোড়া কলা খেতে নিষেধ করা হয়। আবার অনেকে যমজ সন্তানের আশায় এটি খেয়ে থাকেন। তবে এই প্রচলিত ধারণা একেবারেই সত্য নয়! জোড়া কলা হওয়ার নেপথ্যে কিছু বৈজ্ঞানিক যৌক্তিকতা রয়েছে। বিজ্ঞানের ভাষায়, উদ্ভিদের ফুল ও ফলের এই ধরনের অস্বাভাবিক গঠনকে ‘ফ্যাসিয়েশন’ বলা হয়।

এটি উদ্ভিদের জিনগত বা পরিবেশগত ত্রুটির কারণে হয়ে থাকে। যখন উদ্ভিদের কোষগুলো স্বাভাবিকভাবে বিভাজিত না হয়ে পাশাপাশি প্রসারিত হতে থাকে, তখনই কাণ্ড, ফুল বা ফল চ্যাপ্টা হয়ে একসঙ্গে জুড়ে যায়। আর কলাগাছের ক্ষেত্রে কলার মোচার মধ্যে থাকা একাধিক ফুল একসঙ্গে মিশে জোড়া কলার জন্ম হয়। এটি সম্পূর্ণ ভাবে উদ্ভিদের আভ্যন্তরীণ প্রক্রিয়া। তাই এর সঙ্গে কখনই মানবদেহে যমজ সন্তান হওয়ার সম্পর্ক নেই। মানবদেহে যমজ সন্তান জন্মানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন। মুলত মানুষ দুটি কারণে যমজ সন্তানের জন্ম দেয়। একটি ফ্রেটারনাল টুইন, অন্যটি আইডেন্টিক্যাল টুইন।

ফ্রেটারনাল টুইন : যখন কোনও নারীর ডিম্বাশয় থেকে একই সময়ে দুটি ডিম্বাণু নির্গত হয়। সেগুলো দুটি ভিন্ন শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তখন ফ্রেটারনাল টুইনসের জন্ম হয়। এক্ষেত্রে যমজ সন্তানদের দেখতে আলাদা হবে এবং লিঙ্গও ভিন্ন হবে।

আইডেন্টিক্যাল টুইন : যখন একটি মাত্র ডিম্বাণু একটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। তখন ভ্রূণটি দুটি সমান ভাগে বিভক্ত হয়ে আইডেন্টিক্যাল টুইনসের জন্ম দেয়। এক্ষেত্রে একই ভ্রূণ থেকে সন্তান জন্মায়। তাদের জিনগত গঠন এক থাকে, চেহারা হুবহু এক হয় এবং লিঙ্গও একই থাকে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

বর্ষায় সুস্থ থাকতে চাইলে এখনই এই সবজি ও খাবার এড়িয়ে চলুন

কালের ন্যায়চক্রে শ্রীরামের পূর্বপুরুষকে হত্যা করার ফলই পেতে হয়েছিল রাবণকে

কবে পড়ছে শ্রাবণের প্রথম সোমবার, জানুন ভোলেনাথের পুজোর সঠিক সময়, নিয়মকানুন

শ্রাবণ শুরুর আগেই এই ৫ টি কাজ সম্পন্ন করে ফেলুন

১৮ জুলাই বুধের বিপরীতমুখী গমন, আর্থিক অনটনের মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ