-273ºc,
Friday, 2nd June, 2023 8:29 pm
আন্তর্জাতিক ডেস্ক: এ পৃথিবীতে ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। ৫৬ বছর আগে বিশ্ববিখ্যাত আল আকসা মসজিদের গেট থেকে একটি চাবি চুরি করেছিলেন ইয়ার বারাক নামে এক ইজরায়েলি সেনা। অনেক খোঁজ চালিয়েও ওই চাবির খোঁজ মেলেনি। অবশেষে বৃহস্পতিবার ওই চুরি যাওয়া চাবি জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগের মহাপরিচালক শেখ আজম আল-খতিবের হাতে হস্তান্তর করেছেন তিনি। আর চুরি করা চাবি ফেরত দেওয়ার পরে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রাক্তন ইজরায়েলি সেনা।
১৯৬৭ সালে আরব-ইজরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে করে ইহুদিরা। ওই সময়ে ইজরায়েলি সেনায় কর্মরত ছিলেন ইয়ার বারাক। তুমুল লড়াইয়ের মধ্যেই একদিন আল-আকসা মসজিদের পশ্চিম দিকের আল-মুগরাবি গেটে একটি চাবি ঝোলানো অবস্থায় দেখতে পান। সাত-পাঁচ না ভেবে ওই চাবিটি নিজের পকেটে পুরে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও চাবির হদিশ না পেয়ে হাল ছেড়ে দেন আল-আকসা মসজিদ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ৫৬ বছর বাদে ওই চাবি ফেরত পেয়ে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন তাঁরা।
চাবি চুরি করে নিজের কাছে ৫৬ বছর ধরে রেখে ফের ফেরত দিয়েছেন যিনি সেই ইয়ার বারাকের কথায়, ‘গত কয়েক বছর ধরেই চাবি চুরির জন্য আমার মনে অনুশোচনা হচ্ছিল। অস্বস্তি বোধ হচ্ছিল। বার বার মনে হচ্ছিল আমার কাছে থাকা চাবিটিকে তার আসল জায়গায় পৌঁছে দেওয়া দরকার। যে কারণেই চাবিটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিই।’ একই সঙ্গে ইয়ার বারাক ফিলিস্তিনিদের তাদের জমি, অধিকার, সম্মান ও স্বাধীনতা ফিরিয়ে দিতে ইজরায়েলের বাসিন্দাদের কাছে আর্জি জানিয়েছেন।