এই মুহূর্তে




বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি, ঘটককে গাছে বেঁধে মারধর স্বামীর




নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ঘটকালির মাধ্যমে বিয়ে হয়েছে এক দম্পতির। কিন্তু কিছুতেই বনিবনা হচ্ছে না। অগত্যা বিয়েতে পাওয়া লুঙ্গি উপহার দেওয়ার নামে ঘটককে বাড়িতে ডেকে গাছে বেঁধে পেটাল কনের বাড়ির লোকজন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে, বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামে। আক্রান্ত ব্যক্তি বর্তমানে বগুড়ার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তির নাম মজিবর শেখ। বয়স ৬৫ বছর। তিনি সুঘাট ইউনিয়নের ওমরপাড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় মজিবরের ভাই চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনাটি ঠিক কী ঘটেছিল?

সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুনের (২১) সঙ্গে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মোহাম্মদ মুন্নার (২৮) বিয়ে হয়েছিল গত ৯ জুন। আর তাদের বিয়ের ঘটকালি করছেন মজিবর শেখ। সেদিনই বিয়ে করে কনে সুমাইয়াকে নিজেদের বাড়ি নিয়ে যান মোহাম্মদ মুন্নার পরিবার। আসলে বিয়ের পরেই নাকি তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। বিয়ের দুই দিন পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। তাই সব দায়ভার পড়ে ঘটকের উপর। হাসপাতালের বিছানায় শুয়ে বৃহস্পতিবার মজিবর শেখ জানিয়েছেন, গত রবিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন তাঁকে ডেকে নিয়ে যান। বাড়িতে নিয়ে গিয়ে কনের বাড়ির লোকজন অভিযোগ করেন যে, বিয়ের পর থেকেই তাঁদের মেয়ে-জামাইয়ের মধ্যে বনিবনা হচ্ছে না। এরপর তাঁরা একটি গাছের সঙ্গে বেঁধে স্যান্ডেলের সঙ্গে গরুর গোবর লাগিয়ে এবং লাঠি দিয়ে তাঁর হাতে, পায়ে ও মাথায় মারধর করেন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁরা মারধর চালিয়েছেন। পরে আহতের ভাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। প্রথমে মজিবরকে তাঁরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু পরে তাঁর অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। তাঁর শরীরে মারধরের একাধিক চিহ্ন রয়েছে।

কনের বাবার অভিযোগ, মেয়ের বিয়ের দুই দিন পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। মেয়ের সঙ্গে খারাপভাবে আচরণ করেনছেন। এদিকে বিয়ের আগে ঘটক জানিয়েছিলেন ছেলের পরিবার খুব ভাল। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। এ কারণেই তাঁর পরিবারের লোকজন ঘটককে বাড়িতে ডেকে নিয়ে মারধর করেছেন। বিষয়টি এখন তদন্ত করছে পুলিশ। ঘটকের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে টাকার বিনিময়ে কাজ করেন না। প্রকৃত অর্থে সে ঘটক নয়। তা সত্ত্বেও মেয়ের বাড়ির লোকজন তাঁকে যেভাবে পেটালেন তা অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে তাঁরা অনেকদূর যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

জালিয়াতি রুখতে দেশের মধ্যে বাংলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রেকগনিশন

২০ বছর কোমায় থাকা সৌদি রাজকুমারের মৃত্যু

‘এক ফুল দো মালি’, হিমাচলে একই পাত্রীকে বিয়ে করলেন দুই সহোদর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ