28ºc, Haze
Friday, 24th March, 2023 8:41 pm
নিজস্ব প্রতিনিধি: জাপানের (Japan) দ্বিতীয়বার মহাকাশ অভিযানও ব্যর্থ হল। মহাকাশযান এইচ৩ রকেটটি (H3 rocket) উৎক্ষেপণের পর আকাশে ধ্বংস করতে হয়। জাপানের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই ব্যর্থতা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জেএএক্সএ-এর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু উৎক্ষেপণের পর ইঞ্জিন সঠিকভাবে কাজ না করায় এটি ধ্বংস করে দেওয়া হয়। দ্বিতীয়বার মহাকাশ অভিযান ব্যর্থ হওয়ায় সেদেশের মহাকাশ অনুরাগীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জেএএক্সএ-এর তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, উৎক্ষেপণের পর যখন মনে করা হয় রকেটটি সফলভাবে মিশন সম্পন্ন করতে পারবে না। তখনই ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। এইচ৩ রকেটটির ধ্বংসাবশেষ ফিলিপাইন সাগরে পতিত হবে বলেও জানানো হয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে। উল্লেখ্য এর আগে গত বছর অক্টোবর মাসে মহাকাশে স্যাটেলাইটবাহী একটি রকেট উৎক্ষেপণ করেছিল জাপান। কিন্তু সেক্ষেত্রেও ব্যর্থ হয় দেশটি। উৎক্ষেপণের কয়েক মিনিট পর স্বংক্রিয় ব্যবস্থা ব্যবহার করে রকেটটিকে ধ্বংস করা হয়। এপসিলন-৬ রকেটটি উক্ষেপণে ব্যর্থ হয়েছিল, কারণ সেটির কক্ষপথের অবস্থান ঠিক ছিল না। ফলে উৎক্ষেপণের সাত মিনিটের মধ্যেই এটিকে ধ্বংস করে দেওয়া হয়।