এই মুহূর্তে




PSC ক্লার্কশিপ পার্ট ২-এর পরীক্ষা কবে, ঘোষণা করল কমিশন

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে SIR নিয়ে উত্তপ্ত আবহাওয়া। নির্বাচন কমিশনকে প্রায় প্রতিটি কথায় ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার SIR ইস্যুতে রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব ডামাডোলের মধ্যেই পিএসসি ক্লার্কশিপ পার্ট ২-এর দিনক্ষণ ঘোষণা করা হল। মঙ্গলবার পার্ট টু পরীক্ষার দিন ও সময় ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন।

পিএসসি ক্লার্কশিপের পার্ট ১ এর পরীক্ষা আগেই হয়েছে। অপেক্ষা ছিল পার্ট ২ নিয়ে ঘোষণার। পরীক্ষার্থীরা চিন্তায় ছিলেন যে কবে পার্ট ২ এর ফল ঘোষণা হবে। এবার হল অপেক্ষার অবসান। পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে ২৮ ডিসেম্বর, রবিবার পিএসসি ক্লার্কশিপ পার্ট ২-এর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময়সীমা থাকবে ১ ঘণ্টা। ২৮ তারিখ দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে  ১টা পর্যন্ত।

ক্লার্কশিপের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ৮টি পরীক্ষাকেন্দ্র নিশ্চিত করা হয়েছে। তাই ৮টি কেন্দ্রেই হবে পরীক্ষা। পরীক্ষার্থীরা  কলকাতা, বারাকপুর, বর্ধমান, মেদিনীপুর ও খড়্গপুর, বহরমপুর, রায়গঞ্জ ও শিলিগুড়িতে পিএসসি ক্লার্কশিপ পার্ট ২-এর পরীক্ষা দিতে পারবেন।

ক্লার্কশিপ পার্ট ১ পরীক্ষা আগে হয়েছিল। ওটি মূলত একটি অবজেক্টিভ বা বহুনির্বাচনী পরীক্ষা। সেখানে সাধারণ জ্ঞান, পাটিগণিত এবং ইংরেজি থেকে প্রশ্ন থাকে। এই পরীক্ষাটি মোট ১০০ নম্বরের হয়। সময় থাকে মোট ১ ঘণ্টা ৩০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। পার্ট ২ পরীক্ষাটি হল একটি লিখিত পরীক্ষা। পার্ট ১-এ উত্তীর্ণ হন তারা পার্ট ২’তে বসার সুযোগ পান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ