এই মুহূর্তে




ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টারের ১৬ দল চূড়ান্ত, জায়গা করে নিল রিয়াল, জুভেন্টাস, সিটি




নিজস্ব প্রতিনিধিঃ ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত ১৬ দল। ধুঁকতে ধুঁকতে হলেও জায়গা পাকা করে ফেলল রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যাঞ্চেস্টার সিটিরা। বৃহস্পতিবার (২৬ জুন) প্রি-কোয়ার্টার ফাইনালের ১৬ দল চূড়ান্ত হয়েছে। তবে প্রি-কোয়ার্টার কার বিরুদ্ধে কে খেলবে? গতকাল জুভেন্টাসের বিরুদ্ধে ম্যাচ ছিল ম্যাঞ্চেস্টার সিটির। পাঁচ গোল দিয়ে ৫-২ ব্যবধানে এই ম্যাচ জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি। সিটির হয়ে গোল করেছেন জেরেমি ডোকু, পিয়েরে কাললু, এলিং হালান্ড, ফিল ফোডেন এবং সাভিনহো। অন্যদিকে জুভেন্টাসের হয়ে গোল করেন টিউন কুপমেইনার্স এবং দুসান লাহুভিচ।

তবে ম্যাচে হেরে গিয়েও প্রি-কোয়ার্টার ফাইনালে রিয়াল, সিটিদের সঙ্গে জায়গা করে নিয়েছে জুভেন্টাস। অন্যদিকে ৩-০ গোলে রেড বুল সালসবার্গ কে হারিয়ে নক আউটে পৌঁছে গিয়েছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, ফেডেরিকো ভালভার্দে এবং গঞ্জালো গার্সিয়া। এদিকে ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নাম উঠেছে আল হিলাল। তবে আল হিলালের সঙ্গে ম্যাচে জিতলেও বাদ পড়েছে আল আইন। আর গ্রুপে তৃতীয় স্থানে উঠেছে আল হিলাল।

জানা গিয়েছে, ক্লাব বিশ্বকাপের ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুই প্রাক্তন দল অর্থাৎ জুভেন্টাসের বিরুদ্ধে খেলবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আল হিলালের বিরুদ্ধে খেলবে ম্যাঞ্চেস্টার সিটি। আগামিকার তথা শনিবার (২৮ জুন) থেকে শুরু হবে বিশ্বকাপের নক আউট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পামেইরাস এবং বোটাফোগো। আর একই দিনে রাতে ম্যাচ রয়েছে বেনফিকা ও চেলসির। এদিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগেই হাসপাতাল থেকে ফিরেছে রিয়াল মাদ্রিদের অন্যত্ম শক্তিশালী খেলোয়াড় এমবাপে। কিছুদিন আগেই তিনি ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এখন তিনি পুরোপুরি ফিট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

একসঙ্গে ৩ বিদেশিকে সই করাল ইস্টবেঙ্গল, তালিকায় মেসির দেশের ফুটবলারও

২০২৬ বিশ্বকাপ থেকে পেনাল্টির নিয়ম বদলের সম্ভাবনা

২৩ জুলাই যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসানকে, কোন দলের নেতৃত্বে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ