এই মুহূর্তে




কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার শাস্তি! বাংলাদেশের মহিলা ফুটবলারকে ধর্ষণ-খুনের হুমকি




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন সাফ জয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের ১৮ খেলোয়াড়। আর ওই বিদ্রোহ ঘোষণার জন্য লাগাতার খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে সাফ জয়ী দলের অন্যতম সদস্য তথা জাপানি বংশোদ্ভুত মাতসুশিমা সুমাইয়া। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি। আর সুমাইয়ার ফেসবুক পোস্ট নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

নেপালের কাঠমান্ডুতে সাফ প্রতিযোগিতা চলাকালীনই ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্যরা। যদিও সাফ জয়ের কারণে বিষয়টি খানিকটা ধামাচাপা পড়েছিল। ফের গত মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে। বিদেশি কোচের অধীনে না খেলার কথা জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকে চিঠি দেন বিদ্রোহি মহিলা ফুটবলাররা। ওই চিঠিটি লেখেন  জাপানি বংশোদ্ভুত মাতসুশিমা সুমাইয়া। আর তা জানাজানি হওয়ার পরেই তাঁকে ধর্ষণ করে খুন করার লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সাফজয়ী ফুটবলার।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সুমাইয়া ইংরেজিতে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি মাতসুশিমা সুমাইয়া, বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মিডিয়ামের ছাত্রী হিসেবে ইন্টার স্কুলে খেলা থেকে শুরু করে মালদ্বীপে লিগ জয় এবং ২০২৪ সালে বাংলাদেশের হয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা আমার জন্য ছিল অম্ল-মধুর। যখন এই পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা; যাদের বাবা-মা চান তারা শুধু পড়াশোনাতেই মনোযোগী থাকুক। আমি দেখাতে চেয়েছি আবেগ এবং সংকল্প যে কোনও প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে। কিন্তু আজ আফসোস করে বলতে হচ্ছে- আমার শিক্ষা, পরিবার, ঈদ- সবকিছু এমন একটি দেশের জন্য উৎসর্গ করেছি, যারা আমাদের সংগ্রামগুলোর প্রশংসা করতে জানে না।’

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলা সুমাইয়া পরিবারের অমতে গিয়ে ফুটবল খেলার সঙ্গে জড়িয়ে পড়ার কথা উল্লেখ করে আরও লিখেছেন ‘ফুটবল খেলার জন্য বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে যে, হয়তো একদিন দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কেউ আসলে ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সে সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা আমার আছে। গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি- যেসব শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা কল্পনাও করিনি। জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কত দিন লাগবে। তবে এটা জানি, কেবল স্বপ্নপূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘হাসিনাকে ফেরত দিন’, নথিপত্র-সহ দিল্লিকে ফের চিঠি ইউনূস সরকারের

‘আমরা কারও ধার ধারি না’, মোল্লা ইউনূসকে হুঁশিয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধানের

চ্যাম্পিয়নস ট্রফির আগে জোর ধাক্কা,শৃঙ্খলাবিরোধী আচরণের দায়ে শাস্তি পেলেন ৩ পাক ক্রিকেটার

কোহলি নন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হলেন ইনি

বাভুমার দিকে রে-রে করে তেড়ে গেলেন বাবররা,সমালোচনায় পাক ক্রিকেট

কুখ্যাত ‘আয়নাঘর’ নিয়ে হাসিনাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মোল্লা ইউনূস

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর