এই মুহূর্তে




অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ। ভারত বিদ্বেষ চরম জায়গায় পৌঁছেছে। সেই সঙ্গে চলছে হিন্দু নিধন যজ্ঞ। ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এমতাবস্থায় বাংলাদেশে  রোহিত শর্মাদেরর খেলতে পাঠানোর ভরসা পাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। ফলে আগামী অগস্ট মাসে ভারতীয় ক্রিকেট দলের সফর বাতিল হয়েছে। শনিবার (৫ জুলাই) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে, রোহিতত শর্মা-বিরাট কোহলিদের বাংলাদেশ সফর এক বছরের বেশি পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের অগস্টের পরিবর্তে আগামী বছরের সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে যাবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশে নির্বাচিত সরকারের জমানাতেই দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অনির্বাচিত কোনও সরকারের জমানায় ক্রিকেটারদের পাঠাতে চাইছেন না বোর্ড কর্তারা।

তিনটি একদিনের ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আগামী অগস্ট মাসে বাংলাদেশে পা রাখার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ওই সফরের যে প্রাথমিক সূচি তৈরি করা হয়েছিল, তাতে আগামী ১৭ অগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরুর কথা। প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ঢাকার মিরপুরে। দ্বিতীয় ম্যাচ ২০ অগস্ট একই মাঠে হওয়ার কথা ছিল। আর শেষ ওয়ানডে হওয়ার কথা ছিল ২৩ অগস্ট চট্টগ্রামে। তিনদিন বাদে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৬ অগস্ট চট্টগ্রামে। এরপর ২৯ ও ৩১ অগস্ট বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকাড় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

শেখ হাসিনা জমানা অবসানের পরে গত ১০ মাস ধরে বাংলাদেশে তালিবানি রাজত্ব শুরু হয়েছে। মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদী ও জঙ্গিরা। আর তাতে ইন্ধন জোগাচ্ছে তদারকি সরকারের প্রধান মোল্লা মুহাম্মদ ইউনূস। গত ১০ মাসে দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ফলে বাংলাদেশে ভারতীয় দলের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত সপ্তাহেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সফর বাতিলের কথা জানিয়ে দিয়েছিলেন বিসিসিআইয়ের কর্তারা। অগস্টের পরিবর্তে নভেম্বরে সফর হতে পারে বলে জানানো হয়েছিল। কিন্তু মোল্লা মুহাম্মদ ইউনূস গদিতে থাকাকালীন ভারতীয় ক্রিকেটারদের বাংলাদেশ সফরের অনুমতি দিতে রাজি নয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাই সফর এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে শনিবার এক প্রেস বিবৃতিতে রোহিত শর্মাদের বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে ‘উভয় দেশের বোর্ডের মধ্যে আলোচনার পর  আন্তর্জাতিক ক্রিকেট সূচি এবং উভয় দলের সময়সূচির সুবিধা বিবেচনা করে চলতি বছরের অগস্টের সফর পিছিয়ে আগামী বছর সেপ্টেম্বরে করা হয়েছে। সফরের সংশোধিত তারিখ এবং সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

মাত্র ৫৮ রান প্রয়োজন, তাহলেই গ্যারি সোবার্সের মতো জাদেজাও ‘স্যার’

১১ কোটি টাকা! রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার হলেন অলিভিয়া স্মিথ

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ফরাসি কিংবদন্তি প্লাতিনির বাড়িতে চুরি, একাধিক পুরস্কার নিয়ে চম্পট দিল চোর

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ