-273ºc,
Saturday, 3rd June, 2023 3:08 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টুয়েন্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পাওয়ার কারণে দল থেকে বাদ পড়লেন দীপক চাহার (Deepak Chahar)। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে মারাত্মক চোট পান দীপক।। খেলা চলাকালীন দেখা গিয়েছিল, দ্বিতীয় ওভারে শেষ বল করতে যাওয়ার সময় রানআপ নিতে গিয়ে মাঝে-মধ্যে থেমে পড়ছিলেন। ওভার শেষ করতে পারেননি। মাঝপথেই তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছিল দীপক চাহারকে (Deepak Chahar )।
তখনই অনুমান করা যায়, পায়ের মারাত্মক চোট পেয়েছেন। পরীক্ষায় ধরা পড়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দীপক চাহার।যদিও ভারতীয় ক্রিকেট দলের তরফ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টুয়েন্ট সিরিজের দল ঘোষণা করা হয়েছিল। সেখানে দীপক চাহারের নাম থাকলেও লেখা হয়েছিল পুরোপুরি সুস্থ হলেই তাকে মাঠে নামানো হবে। অনেকেই ধরে নিয়েছিলেন, খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে চাহার। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা বোর্ডসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দীপক চাহারের (Deepak Chahar ) কোনওভাবেই খেলার সম্ভাবনা নেই। তাকে বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি উড়িয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে কম করেও থাকতে হবে ছ সপ্তাহ।
উল্লেখ করা যেতে পারে, শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পেয়েছে ভারত। টি-টুয়েন্ট সিরিজও তারা জয় করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।কিন্তু দীপক চাহার চোট পাওয়ার কারণে দল থেকে বাদ পড়ায় ভারতীয় শিবিরের কাছে ধাক্কাই বলা যেতে পারে। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টুয়েন্ট সিরিজ। প্রথম ম্যাচ লখনউতে।
আরও পড়ুন শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, বাদ বিরাট, ঋষভ, অধিনায়ক রোহিত