এই মুহূর্তে




বাবার ও ছেলের জোড়া উজ্জ্বলতা, ছেলের সাফল্যের দিনেই ২ গোল রোনাল্ডোর

নিজস্ব প্রতিনিধি : একইদিনে জোরা সাফল্য। গোলের উৎসবে মেতে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর ছেলে রোনাল্ডো জুনিয়ার। মাঠে নেমে বাবার মতোই গোলের দিকেই ছিল নজর রোনাল্ডো জুনিয়রের। তুরস্কে ফেডারেশনস কাপে শনিবার পর্তুগালের হয়ে খেলতে নেমেছিলেন রোনাল্ডো জুনিয়র। পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দলের জার্সিতে প্রথম গোল করেন তিনি। খুব বেশি দিন হয়নি জাতীয় দলে নিজের জায়গা করেছেন। তারমধ্যেই মাঠে নেমে গোল নিজের নিজের নাম রাখলেন তিনি।

শনিবার ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। অনূর্ধ্ব–১৬ দলের জার্সিতে ছেলের প্রথম গোল করার দিনেই গোল করে আনন্দকে আরও দ্বিগুন করে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছএলের গোল করার কয়েক ঘন্টা পরেই সৌদি প্রো লিগে জোড়া গোল ক্রিশ্চিয়ানোর। শনিবার রাতে আল ফায়হারের বিরুদ্ধে খেলতে নেমেছিল আল নাসর। সেখানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোল সাফল্য এনে দিয়েছে। ২-১ গোলে জয় পেয়েছে আল নাসর। বছর ৪০-র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের সাক্ষর রেখেছেন দুটি গোল করে। প্রথম দিকে খেলতে নেমে পিছিয়ে পড়লেও ৩৭ মিনিটে গোলটি করেন রোনাল্ডো। তারপর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকেই দ্বিতীয় গোলটি আসে। এরপরেই জয় পান রোনাল্ডোরা।

বাবার মতো ছেলেও মাঠে দাপিয়ে খেলে বেরাতে চায়, তা স্পষ্ট। কয়েকদিন আগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল রোনাল্ডো জুনিয়রের। এই ম্যাচেই গোল পেলেন তিনি। বাবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন মাইলফলকের অনেক কাছে পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে এখন তাঁর গোলের সংখ্যা ৯৫২। ক্লাবের হয়ে চানা ৫ ম্যাচে গোল এসেছে তাঁর পায়ে। চলতি লিগে তাঁর গোল এখন ৮। ৭ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আল নাসর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ