এই মুহূর্তে




মেসির গোলের পরও বিদায় নিল ইন্টার মায়ামি




নিজস্ব প্রতিনিধিঃ ২-৩ গোলে জিতল ইন্টার মায়ামিকে হারিয়ে জিতল আটলান্টা ইউনাইটেড। আগের ২ ম্যাচে গোল পায়নি ইন্টার মায়ামি। কিন্তু এ ম্যাচে গোল পেয়ে সমতা ফেরায় ইন্টার মায়ামি। কিন্তু তাতেও খুব একটা লাভ হল না। এমনকী ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির গোলেও লাভ হল না। লিওনেল মেসির গোলের ১১ মিনিট পরেই এগিয়ে যায় আটলান্টা ইউনাইটেড। শেষ বলে জয়ের হাসি হাসল আটলান্টাই। আর মেজর লিগ সকারের প্লে-অফ পর্বের প্রথম রাউন্ডে ৩-২ গোলে হেরে গিয়ে নিজেদের মাঠ চেজ স্টেডিয়াম থেকে বিদায় নিল মেসি-সুয়ারেজ-বুসকেতসদের মায়ামি।

অন্যদিকে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে আটলান্টা ইউনাইটেড। অথচ প্লে-অফের প্রথম ম্যাচে আটলান্টার বিপক্ষে ২-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছিল মায়ামি। কিন্তু ২ নভেম্বর শুরুতে এগিয়ে গিয়েও শেষ দিকে ২-১ ব্যবধানে হারে মায়ামি। সেদিন ম্যাচে দারুণ সেভ করেছিলেন আটলান্টা গোলকিপার ব্র্যাড গুজান। ফলে ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায় ইন্টার মায়ামির। যাই হোক, সেদিনের পর এ ম্যাচের শুরুটাও দারুণ হয়েছিল মায়ামির। কিন্তু শেষটা উলটপালট হয়ে গেল। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠল আটলান্টা। আর বিদায় নিতে হলো ইন্টার মায়ামিকে। এর মধ্য দিয়ে ক্লাব ফুটবলে মেসির মৌসুমও শেষ হয়ে গেল। আজ ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। কিন্তু মায়ামি দর্শকদের আনন্দ আর বেশিক্ষণ স্থায়ী রইল না। ২১ মিনিটের মধ্যেই একেবারে জোড়া গোল করে মায়ামিকে স্তব্ধ করে দেন আটলান্টার সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে।

এরপর ২৭ মিনিটে আটলান্টার জালে বল জড়িয়ে যায় ইন্টার মায়ামির। গোলটি বাতিল হয়ে যায়। এরপর ২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতি হয়। ম্যাচে ফিরে মরিয়া মায়ামি। তখন দলটির খেলায় গতি বাড়ে। ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে মার্সেলো ভাইগান্টের দুর্দান্ত ক্রসে গোল করেন মেসি। রাতে মায়ামি-আটলান্টার স্কোর দাঁড়ায় ২-২ আটলান্টা। দুটিই সমান সমান। কিন্তু মেসি ম্যাচের সমতা ফেরালেও সেই গোলের পর বল কেড়ে নেয় সুয়ারেজ, রোহাস ও জর্দি আলবার সঙ্গে তর্ক হয় আটলান্টা গোলকিপার ব্র্যাড গুজানের। এ ঘটনায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। এরপর ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোলে মায়ামি একেবারে স্তব্ধ হয়ে যায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফুটবলারদের ভোটে বছরের সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও রোনাল্ডো

প্রিয়জনদের সঙ্গে গ্যালারিতে বসে দলের হার দেখলেন রোনাল্ডো

বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব ইস্টবেঙ্গল, অবিলম্বে নিধন যজ্ঞ বন্ধের দাবি

নিলামে উঠেছে ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন, কত দাম রাখা হয়েছে টুপির জানেন?

সাকিবের কেরিয়ার শেষ, ঠাঁই হল না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে

নিউজিল্যান্ডের পরাজয়ে চরম উপকৃত টিম ইন্ডিয়া, শিরোপা জেতার পথ এখন আরও সুগম

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর